বন্ধুর অনুরোধে তাঁকে কিস্তিতে মোবাইল কিনে দিয়েছিলেন। কথা ছিল, মাসে মাসে কিস্তির টাকা দিয়ে দেবেন। কিন্তু মাত্র এক বার ওই টাকা দিয়েছিলেন যুবক। সেই নিয়ে দুই পরিবারের তর্কাতর্কি এবং মারামারিতে প্রাণ গেল এক জনের। বন্ধুর বাবাকে খুনের অভিযোগে অভিযুক্ত যুবক পলাতক। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ফরাক্কার বেনিয়াগ্রাম পঞ্চায়েতের আছুয়া গ্রামে। অভিযুক্ত এবং তাঁর পরিবারের সদস্যেরা পলাতক। তাঁদের খোঁজে পুলিশ।
স্থানীয় সূত্রে খবর, মৃত ব্যক্তির নাম আজ়গর শেখ(৫২)। বাড়ি ফরাক্কার বেনিয়াগ্রাম পঞ্চায়েতের আছুয়া গ্রামে। অভিযোগ,আজ়গরের পুত্র আনার শেখ তাঁর বন্ধু জনি শেখকে একটি মোবাইল কিনে দেন কিস্তিতে। জনি ওই কিস্তির টাকা একবার দেওয়ার পর আর দেননি বলে অভিযোগ। বার বার টাকা চেয়েও কোনও কাজ না হওয়ায় শুক্রবার বিকেলে জনির বাবার কাছে যান আনার। সেখানে দুই পক্ষের কথা কাটাকাটি হয়।
শেষমেশ টাকা না-পেয়ে খালি হাতেই বাড়ি ফেরেন আনার। এর পর সন্ধ্যায় জনি এবং তার বাবা রেহেসান শেখ আনার বাড়িতে যান। অভিযোগ, তাঁরা এসেই চিৎকার-চেঁচামেচি শুরু করেন। কিছু ক্ষণের মধ্যে দুই পরিবারের লোকজনের মধ্যে মারামারি শুরু হয়। অভিযোগ, বন্ধু আনার, তাঁর বাবা আজ়গরকে বেধড়ক মারধর করেন জনি। লাঠি এবং রড দিয়ে মারধর করা হয় বাবা-ছেলেকে। ওই পরিবারের মোট তিন জন জখম হন। পরে তাঁদের স্থানীয় বেনিয়াগ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু চিকিৎসকেরা আজ়গরকে মৃত বলে ঘোষণা করেন। আহত দুই ভাইকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
আরও পড়ুন:
গন্ডগোলের খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফরাক্কা থানার পুলিশ। শুরু হয়েছে তজন্ত। মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।