Advertisement
১৬ এপ্রিল ২০২৪
Murshidabad

Murshidabad: লকডাউনে বাস বন্ধ, অসুস্থ মায়ের এমআরআই রিপোর্ট আনতে ১৪০ কিমি সাইকেল চালালেন যুবক

মিজানুর রহমান বাড়ি থেকে ৭০ কিলোমিটার দূরে মালদহ মেডিক্যাল কলেজে যান সাইকেলে। রিপোর্ট নিয়ে আবার সাইকেলেই ফেরেন।

মিজানুর রহমান

মিজানুর রহমান নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
সামসেরগঞ্জ শেষ আপডেট: ২০ মে ২০২১ ১৫:০৯
Share: Save:

অসুস্থ মায়ের এমআরআই রিপোর্ট আনতে ১৪০ কিমি সাইকেল চালালেন যুবক। মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার উত্তর চাচণ্ডো গ্রামের ঘটনা। মিজানুর রহমান নামে ওই যুবক বাড়ি থেকে ৭০ কিলোমিটার দূরে মালদহ মেডিক্যাল কলেজে যান সাইকেল চড়ে। এরপর রিপোর্ট নিয়ে আবারও ৭০ কিলোমিটার সাইকেল চালিয়ে বাড়ি ফেরেন। যুবকের এই কাজকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।

মাসখানেক থেকেই অসুস্থ রয়েছেন পেশায় ঘুঘনি বিক্রেতা মিজানুর রহমানের মা। ইদের দিন কয়েক আগেই চিকিৎসকের পরামর্শ মতো মালদহ মেডিক্যাল কলেজে এমআরআই করানো হয় তাঁর। ইদের পর রিপোর্ট দেওয়ার কথা ছিল। কিন্তু ইদের পরদিন রবিবার হওয়াতে রিপোর্ট আনতে যেতে পারেননি তিনি। ঠিক তারপরই কার্যত লকডাউন হয়ে যায় রাজ্যে। বন্ধ হয়ে যায় বাস চলাচল। ফলে কী ভাবে রিপোর্ট আনা যাবে, তা নিয়ে চিন্তিত হয়ে পড়েন মিজানুর। কিন্তু মায়ের অসুখের কথা চিন্তা করে বুধবারই সাইকেলে মালদহ মেডিক্যাল কলেজে রওনা দেন তিনি। যাওয়া ও আসা মিলিয়ে ১৪০ কিলোমিটার। মিজানুরের সময় লাগে প্রায় ৮ ঘণ্টা।

মিজানুর বলেন, ‘‘মা অসুস্থ। লকডাউনের কারণে গাড়ি চলছিল না। তাই সাইকেলেই গিয়েছিলাম। সকাল ৬টায় বাড়ি থেকে বেরিয়েছিলাম। রিপোর্ট নিয়ে বাড়ি ফিরি বিকেল ৪টেয়।’’ মিজানুরের এই কাজকে সাধুবাদ জানিয়েছেন প্রতিবেশীরা। একজন বলেন, ‘‘মায়ের জন্য এরকম ভালবাসা আজকাল দেখা যায় না। আমার ভাইকে স্যালুট জানাচ্ছি। তবে ওকে সাহায্য করতে না পেরে খারাপ লাগছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE