Advertisement
১৮ মে ২০২৪

গ্রাম্য বিবাদের জেরে খুন

গ্রাম্য বিবাদের বলি হলেন প্রৌঢ় তাঁতশিল্পী ভবেশ হালদার (৫০)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত শুক্রবার এক গ্রাম্য বিবাদের জেরে প্রহৃত তিনি। কলকাতার নীলরতন সরকার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে তাঁর মৃত্যু হয়।

নিজস্ব সংবাদদাতা
নবদ্বীপ শেষ আপডেট: ২৫ জুলাই ২০১৬ ০১:২৫
Share: Save:

গ্রাম্য বিবাদের বলি হলেন প্রৌঢ় তাঁতশিল্পী ভবেশ হালদার (৫০)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত শুক্রবার এক গ্রাম্য বিবাদের জেরে প্রহৃত তিনি। কলকাতার নীলরতন সরকার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে তাঁর মৃত্যু হয়। গত ২২ জুলাই, শুক্রবার নবদ্বীপের পার্শ্ববর্তী বাবলারি পঞ্চায়েতের সুভাষনগরে এক বচসায় জড়িয়ে পড়েন ভবেশ বাবুর ছেলে নবীন হালদার এবং প্রতিবেশি প্রসেনজিৎ হালদার সহ অনান্য অনেকে। নবীনবাবুর করা একটি মন্তব্যের পরিপ্রেক্ষিতে ওই গোলামালের সুত্রপাত বলে জানা গিয়েছে। সে সময় বচসা উভয়পক্ষের মধ্যে হাতাহাতির পর্যায়ে গড়ায়। গ্রামের মানুষের হস্তক্ষেপে বিষয়টি তখনকার মতো মিটে যায়। নবীন হালদারের অভিযোগ, কিছুক্ষণ পরেই প্রসেনজিৎ হালদার দলবলে তাঁর খোঁজে বাড়িতে হানা দেয়। তখন সঙ্গে ছিলেন বিশ্বনাথ হালদার, দীপক হালদার, শান্তিরাম এবং গুরুপদ হালদার। তাঁরা লাঠিসোঁটা নিয়ে আসেন এবং ছেলেকে না পেয়ে ভবেশবাবুকেই মারধর করে। তাঁদের লাঠির ঘায়ে তিনি লুটিয়ে পড়েন। রবিবার সকালে নবীন হালদার নবদ্বীপ থানায় পাঁচজনের নামে খুনের অভিযোগ দায়ের করেন। পুলিশ প্রসেনজিৎ হালদার এবং বিশ্বনাথ হালদারকে গ্রেফতার করেছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Nabadwip Domestic Quarrel Killed
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE