Advertisement
২৪ এপ্রিল ২০২৪
Coronavirus In West Bengal

ইদের বাজার জমজমাট ম্যাচিং মাস্কে

হরিহরপাড়ার এক তরুণী নাসিফা পারভীন বলেন, ‘‘এখন লং কুর্তির সাথে প্লাজোর চল রয়েছে। সেটাই কিনতে এসেছিলাম। আর তার সাথে ম্যাচিং মাস্ক ফ্রি পেলাম।’’

ম্যানিকুইনের মুখেও। নিজস্ব চিত্র

ম্যানিকুইনের মুখেও। নিজস্ব চিত্র

মফিদুল ইসলাম
হরিহরপাড়া শেষ আপডেট: ৩১ জুলাই ২০২০ ০৪:৩১
Share: Save:

চলছে ইদের বাজার। ক্রেতা সেই অর্থে না থাকলেও পসরা সাজিয়ে বসেছেন দোকানদারেরা। করোনা আবহে মাস দু’য়েক থেকে মুদি দোকান বা পোশাকের দোকান এমনকি ফলের দোকানেও মিলছে সস্তার মাস্ক। খরিদ্দারের নজর কাড়তে দোকানের সামনে টাঙানো থাকছে রংবেরঙের সস্তার মাস্ক। তবে এবার ইদের নতুন 'ফ্যাশন' ম্যাচিং মাস্ক। বিশেষ করে মেয়েদের পোশাকের সাথে মিলছে মানানসই এই মাস্ক।

গত কয়েক বছর ধরেই ইদ হোক কিম্বা পুজো, পোশাকে থাকে নতুন চমক। এবার সেই জায়গা নিয়েছে ম্যাচিং মাস্ক। বিশেষ করে মেয়েদের কুর্তি কিম্বা প্লাজো বা লং ফ্রক, সাথে মিলছে মানানসই মাস্ক। অনেক নামি পোশাক কোম্পানি বাজারে নিয়ে এসেছে বিভিন্ন ধরনের মাস্ক। ক্রেতাদের নজর টানতে রঙিন কাপড়, গেঞ্জি কাপড়ের মাস্ক মিলছে মফস্বলের বাজারেও। ক্রেতাদের নজর কাড়তে দোকানের সামনে টাঙানো প্লাস্টিকের মডেলের মুখেও পরানো রয়েছে পোশাকের সাথে মানানসই মাস্ক। হরিহরপাড়া বাজারের এক পোশাক ব্যবসায়ী নওসাদ আলি বলেন, ‘‘এ বছর ইদের বাজার সেই অর্থে জমেনি। তবে যা অল্প সংখ্যক ক্রেতা আসছে তাদের অনেকেই মাস্ক যুক্ত পোশাক কিনছেন।’’ হরিহরপাড়ার এক তরুণী নাসিফা পারভীন বলেন, ‘‘এখন লং কুর্তির সাথে প্লাজোর চল রয়েছে। সেটাই কিনতে এসেছিলাম। আর তার সাথে ম্যাচিং মাস্ক ফ্রি পেলাম।’’

হরিহরপাড়ার ব্লক স্বাস্থ্য আধিকারিক আজিজুল লস্কর বলেন, ‘‘করোনার সংক্রমণ রুখতে মাস্ক পরাটা জরুরি। ফলে পোশাকের সাথে মানানসই মাস্ক পাওয়ায় ব্যবহারকারীর সংখ্যাও বাড়বে।’’

(জরুরি ঘোষণা: কোভিড-১৯ আক্রান্ত রোগীদের জন্য কয়েকটি বিশেষ হেল্পলাইন চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার। এই হেল্পলাইন নম্বরগুলিতে ফোন করলে অ্যাম্বুল্যান্স বা টেলিমেডিসিন সংক্রান্ত পরিষেবা নিয়ে সহায়তা মিলবে। পাশাপাশি থাকছে একটি সার্বিক হেল্পলাইন নম্বরও।

• সার্বিক হেল্পলাইন নম্বর: ১৮০০ ৩১৩ ৪৪৪ ২২২
• টেলিমেডিসিন সংক্রান্ত হেল্পলাইন নম্বর: ০৩৩-২৩৫৭৬০০১
• কোভিড-১৯ আক্রান্তদের অ্যাম্বুল্যান্স পরিষেবা সংক্রান্ত হেল্পলাইন নম্বর: ০৩৩-৪০৯০২৯২৯)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Coronavirus in West Bengal Mask Hariharpara Eid
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE