চতুর্থ শ্রেণির এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে নাম জড়াল প্রধান শিক্ষকের। ঘটনাটি তেহট্ট থানা এলাকার এক প্রাথমিক স্কুলের। ওই ছাত্রীর বাবা ওই শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। তিনি থানায় দায়ের করা অভিযোগে জানিয়েছেন, মেয়ে ইদানীং স্কুলে যেতে চাইত না। তিনি জোরাজুরি করলে মেয়ে তাঁকে প্রধান শিক্ষকের অভব্য আচরণের কথা জানান। ওই ছাত্রীর বাবার কথায়, ‘‘মেয়ের থেকে জানতে পারি ওই শিক্ষক এর আগেও অনেক ছাত্রীর সঙ্গে নিজের ঘরে দরজা বন্ধ করে এমন কুকীর্তি করেছেন।’’ বেশ কিছু দিন ধরেই এমনটা চলছিল বলে তাঁর অভিযোগ। তেহট্ট নতুন চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক (প্রাথমিক) মানারুল আখতারের কাছেও অভিযোগ জানিয়েছেন ওই অভিভাবক। মানারুল অভিযোগের সত্যতা যাচাই করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। অভিযুক্ত প্রধান শিক্ষককে ফোন করা হলে তিনি বাড়িতে নেই বলে জানানো হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।