এক শিশুর জন্য দুধ গরম করতে গিয়ে অগ্নিদগ্ধ হলেন তার মা, দিদিমা ও ঠাকুমা। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে ধানতলা থানার কালুপুর গ্রামে। তাঁদের রানাঘাট মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্তু শারীরিক অবস্থার অবনতি ঘটায় তাঁদের তিনজনকেই রাতে কল্যাণীর জওহরলাল নেহরু হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নাতনির জন্য দুধ গরম করতে গিয়েছিলেন মঞ্জুরা মণ্ডল। উনুন থেকে তাঁর শাড়িতে আগুন ধরে যায়। তা দেখে মাকে বাঁচাতে এগিয়ে যান সেলিমা তরফদার।
আগুন লেগে যায় তাঁর পোশাকেও। এর পরে ওই দু’জনকে বাঁচাতে গিয়ে অগ্নিদগ্ধ হন সেলিমার শাশুড়ি সুফিয়া তরফদার। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় কেউ কোনও অভিযোগ দায়ের করেননি। ঘটনার তদন্ত শুরু হয়েছে। সব দিক খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানানো হয়েছে, মঞ্জুরার মায়ের বাড়ি ওই গ্রাম পঞ্চায়েতের কুশাবেড়িয়া এলাকায়। কয়েক দিন হয়েছে তিনি মেয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন। এ দিন তাঁদের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসে। তার পরেই প্রতিবেশীরা তড়িঘড়ি তাঁদের রানাঘাটের ওই হাসপাতালে নিয়ে যান।