Advertisement
১৯ জানুয়ারি ২০২৫

ইসমাইলদের জমিদানে মন্দির তেহট্টে

বহু পুরনো ঠাকুরের থান হলেও কোনও স্থায়ী মন্দির ছিল না। মন্দির গড়তে দরকার ছিল এক চিলতে জমি। সেই জমি দিলেন ইসমাইল মণ্ডল, আদম মণ্ডল ও হারান আলি মণ্ডল। তাঁদের দানের জমিতে গড়া হবে বিশালাক্ষী মন্দির।

জমিদাতা তিন ভাই। নিজস্ব চিত্র

জমিদাতা তিন ভাই। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০১৭ ০৩:১৬
Share: Save:

ফের সম্প্রীতির নজির গড়ল তেহট্ট। মাস দুয়েক আগে তেহট্টের প্রতাপনগরে ইদগাহে যাওয়ার রাস্তার জন্য জমি দিয়েছিল দুই হিন্দু ভাই। এ বার তেহট্টের সাহেবনগরে বিশালাক্ষী মন্দির গড়তে জমি দিলেন তিন মুসলিম ভাই।

বহু পুরনো ঠাকুরের থান হলেও কোনও স্থায়ী মন্দির ছিল না। মন্দির গড়তে দরকার ছিল এক চিলতে জমি। সেই জমি দিলেন ইসমাইল মণ্ডল, আদম মণ্ডল ও হারান আলি মণ্ডল। তাঁদের দানের জমিতে গড়া হবে বিশালাক্ষী মন্দির।

স্থায়ী মন্দির না থাকায় সমস্যা যে হচ্ছে সে কথা জানতেন তিন ভাই। ছোট থেকেই দেখে আসছেন। তাই তিন ভাই-ই মনস্থির করেন, মন্দির গড়তে জমি দেবেন। নিজেরাই বিশালাক্ষীতলার পুজো কমিটির কাছে সেই প্রস্তাব দেন। মন্দির কমিটির সম্মতি পেয়ে জমির দানপত্র করে দেন তাঁরা।

ফি বছর পুজো বসে। প্রতি অগ্রহায়ণ মাসে বিশালাক্ষীতলায় উৎসব হয়। মেলা হয়। প্রচুর লোক আসে। উৎসবে যোগ দেন উভয় সম্প্রদায়ের মানুষ। কিন্তু এত লোকের সমাগম হলেও মন্দির বলতে একটি কুলগাছের নীচে অনেক পুরানো ভাঙাচোরা বেদি। সেখানেই চলে পুজোপাঠ। তিন ভাই জমি দেওয়ায় সেখানে গড়া হবে মন্দির। মন্দির কমিটির দাবি, ইতিমধ্যেই মন্দির গড়ার কাজ শুরু হয়ে গিয়েছে। ইসমাইলের ছেলে লতিবউদ্দিন বলেন, “ছোটবেলা থেকে আমাদের জমিতে পুজো হতে দেখে এসেছি। পুজোর দিনে হিন্দু মুসলিম সকলেই প্রসাদ খান। বেশ কিছুদিন আগে বাবা ও কাকারা মন্দির তৈরির জন্য এই জায়গা দান করবে বলে মনস্থির করেন।’’ তিনি জানান, দানের জমিতে মন্দির তৈরি হওয়ায় তাঁরা খুশি। পুজো কমিটির সম্পাদক ভক্তরাম বিশ্বাস জানান, তিন ভাই ওই জমি দান না করলে মন্দির হত না। তিনি বলেন, ‘‘তাঁরাও পুজোয় যোগ দিয়েছেন। পুজো কমিটির সদস্য হয়েছেন।’’ স্থানীয়েরা জানাচ্ছেন, এখানে পুজো বা ইদে সকল সম্প্রদায়ের মানুষ আনন্দ করে। মাস দুয়েক আগে তেহট্টের প্রতাপনগরে ইদগাহে যাওয়ার রাস্তার জন্য হিন্দু দুই ভাই জমিদান করেন। সম্প্রীতির এমন উদাহরণ এখানে খুব নতুন নয়।

অন্য বিষয়গুলি:

Tehatta Hindu temple Communal Harmony
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy