Advertisement
২৬ এপ্রিল ২০২৪

দুলছে পাঁচ সেতু

একটি নয়, পাঁচ পাঁচটি সেতু। কান্দির স্বরূপখালি খালের উপরে বহু দিন থেকেই সেগুলো নড়বড় করছে। অথচ ওই সেতু সংস্কারের ব্যাপারে হেলদোল নেই কারও।

নিজস্ব সংবাদদাতা
কান্দি শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০১৬ ০০:৫৭
Share: Save:

একটি নয়, পাঁচ পাঁচটি সেতু। কান্দির স্বরূপখালি খালের উপরে বহু দিন থেকেই সেগুলো নড়বড় করছে। অথচ ওই সেতু সংস্কারের ব্যাপারে হেলদোল নেই কারও।

স্বাধীনতার আগে তৈরি হয়েছিল ওই পাঁচটি সেতু। এখন সেগুলির ইট বেরিয়ে পড়েছে। কোথাও কোথাও নোনা লেগেছে। স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, শিগ্‌গির সেতুগুলো মেরামত না করলে যে কোনও সময় বড় রকমের দুর্ঘটনা ঘটতে পারে।

পাঁচটি সেতুর মধ্যে কান্দি মহকুমাশাসকের কার্যালয় লাগোয়া সেতুটির অবস্থা সবচেয়ে খারাপ। অবস্থা এমনই যে, পুরসভা দুর্বল সেতু বলে চিহ্নিত করে ভারী যানবাহন যাতায়তের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। এ দিকে, পুরসভার ৮, ৯, ১১, ১৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের যাতায়াতের একমাত্র পথ ওই সেতু। স্থানীয় বাসিন্দারা জানান, নতুন বাড়ি করতে হলে খুবই সমস্যা হচ্ছে। বালি, ইট, পাথর নিয়ে ট্রাক শহরের ভিতরে ঢুকতে পারছে না।

পুরসভা সূত্রে জানা গিয়েছে, সেতুগুলি সেচ দফতরের অধীনে হলেও সেগুলি দেখভাল করে পুরসভা। কান্দির ভারপ্রাপ্ত পুরপ্রধান সান্ত্বনা রায় বলেন, “পুরসভার পক্ষ থেকে রাজ্য পুর ও নগর উন্নয়ন দফতরে সেতুগুলির কথা জানানো হয়েছে।” কান্দির বিধায়ক কংগ্রেসের অপূর্ব সরকার বলেন, “কান্দি মাস্টার প্ল্যানের মধ্যে স্বরূপখালি খালের উপর ছোট মাপের ১২টি সেতু তৈরি কথা রয়েছে। তার মধ্যে কান্দি পুরসভার ওই পাঁচটি সেতুও আছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Negligence Bridge reformation
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE