মেয়ের শখ মেটাতে অভাবের সংসার সামলে কোনওক্রমে দু’টি সোনার দুল গড়ে দিয়েছিলেন আজিজুল শেখ। দিনভর এ বাড়ি ও বাড়ি করে বেড়ানো বছর চারেকের আরমিনা খাতুন ক’দিন ধরেই পাড়া পড়শিকে দেখিয়ে বেড়াচ্ছিল সেই সোনার দুল জোড়া। কাল হল তাতেই। অভিযোগ, পড়শি দুই মহিলা তাকে শ্বাসরোধ করে খুন করে ফেলে দিয়েছিল পুকুরে।
মঙ্গলবার দুপুরে, খড়গ্রামের পারুলিয়ার দেবগ্রামে ওই ঘটনার পরে নাসিমা বিবি ও ফাইনুর বিবিকে গ্রেফতার করেছে পুলিশ। কান্দি আদালত তাদের তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।
কান্দির এসডিপিও যশপ্রীত সিংহ বলেন, “কানের দুল নেওয়ার পরে ওই নাবালিকা অভিযুক্তদের নাম বলে দিতে পারে ভেবেই খুন করা হয়েছে বলে মনে হচ্ছে।’’ প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, ওই দিন দুপুরে খেলা করতে করতে ওই নাবালিকা নাসিমার বাড়িতে গিয়েছিল। তার পর থেকেই তার কোনও খোঁজ পাচ্ছিলেন না বাড়ির লোক।