Advertisement
২৪ এপ্রিল ২০২৪

পুরমন্ত্রীর প্রতীক্ষা ধুলিয়ানে

পুর ও নগরোন্নয়ন মন্ত্রী আসতে পারেননি। তাই পরিশ্রুত জল প্রকল্পের উদ্বোধন পিছিয়ে গিয়েছে।এক সপ্তাহ যাবৎ চরম জলকষ্টে ভুগছে ধুলিয়ান শহর।গত ৮ এপ্রিল ওই জলপ্রকল্প উদ্বোধনের কথা ছিল। পুরপ্রধান, তৃণমূলের সুবল সাহা বলেন, ‘‘মন্ত্রী সময় দিতে না পারায় তা দু’সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছে।’’

নিজস্ব সংবাদদাতা
ধুলিয়ান শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০১৭ ০৩:০০
Share: Save:

পুর ও নগরোন্নয়ন মন্ত্রী আসতে পারেননি। তাই পরিশ্রুত জল প্রকল্পের উদ্বোধন পিছিয়ে গিয়েছে।

এক সপ্তাহ যাবৎ চরম জলকষ্টে ভুগছে ধুলিয়ান শহর।

গত ৮ এপ্রিল ওই জলপ্রকল্প উদ্বোধনের কথা ছিল। পুরপ্রধান, তৃণমূলের সুবল সাহা বলেন, ‘‘মন্ত্রী সময় দিতে না পারায় তা দু’সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছে।’’ ইতিমধ্যে ৮০ শতাংশ এলাকায় জল পাঠানোর ব্যবস্থা হয়ে গিয়েছে। ব্লক কংগ্রেস সভাপতি হাবিবুর রহমানের দাবি, “৮০ শতাংশ লোকের বাড়িতে জল সংযোগ নেওয়ার ক্ষমতা নেই। মন্ত্রীর অপেক্ষায় না থেকে রাস্তায় ট্যাপ বসিয়ে চালু করা হোক জলপ্রকল্প। মন্ত্রী পরে এসে আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।” সিপিএমের জোনাল সম্পাদক তোয়াব আলি বলেন, “সঙ্কটেও মন্ত্রী সময় দিতে পারছেন না বলে ধুলিয়ানের মানুষ জল পাবে না? তা হলে অন্তত অচল নলকূপগুলো সারানোর ব্যবস্থা করুক পুরসভা।’’

হিজলতলা, লালপুর, গাজিনগর, রতনপুর-সহ সমস্ত বস্তি এলাকায় জলসঙ্কট সবচেয়ে তীব্র। হিজলতলার তৃণমূল কাউন্সিলর মীরা মণ্ডল বলেন, “শহরে শ’তিনেক বাড়িতে সংযোগ দেওয়া হয়েছে। সে জল খাওয়া না গেলেও অন্য কাজে ব্যবহার করা যাচ্ছে। প্রতিটি ওয়ার্ডে রাস্তার পাড়ে অন্তত ১৫-২০টি করে ট্যাপ লাগবে। তা লাগানো হয়নি। পাড়ার খারাপ নলকূপগুলি সারাতে আমায় ১২ হাজার টাকার সরঞ্জাম কিনে দিতে হয়েছে। মন্ত্রী না আসতে পারায় এই সমস্যা হয়েছে।”

পুরপ্রধান বলেন, “প্রায় ছ’শো নলকূপ এ শহরে। সেগুলি সারানোর জন্য দু’দিন আগে ২০ লক্ষ টাকা এসেছে। কোটেশনও হয়ে গেছে। তবে রাস্তার পাশে ট্যাপ দেওয়ার ব্যাপারে এখনও সিদ্ধান্ত হয় নি।” মুখ্যমন্ত্রীর দু’দিনের জেলা সফরে তাঁর সঙ্গেই ঘুরে গেলেন মন্ত্রী ফিরহাদ হাকিম। সেই প্রসঙ্গ তুলে তোয়াব বলেন, ‘‘মুখ্যমন্ত্রী কয়েকশো প্রকল্প উদ্বোধন করে গেলেন। তাঁকে দিয়েই তো উদ্বোধন করানো যেত। ফিরহাদ তো তাঁর সঙ্গেই ছিলেন!’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Water Crisis Water project
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE