Advertisement
০৫ মে ২০২৪

ঋতব্রতের আর্জি, পিএমও-র ৩ লক্ষ

সিপিএম সাংসদের ডাকে সাড়া দিয়ে পলাশিপাড়ার অসুস্থ যুবকের পাশে দাঁড়াল প্রধানমন্ত্রীর সচিবালয়। মঙ্গলবার, দিল্লি পৌঁছে সিপিএম সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সাউথ ব্লক থেকে খবর পান, অনুদান মকুব হয়েছে।

নিজস্ব সংবাদদাতা
কৃষ্ণনগর শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০১৭ ০১:৩২
Share: Save:

সিপিএম সাংসদের ডাকে সাড়া দিয়ে পলাশিপাড়ার অসুস্থ যুবকের পাশে দাঁড়াল প্রধানমন্ত্রীর সচিবালয়। মঙ্গলবার, দিল্লি পৌঁছে সিপিএম সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সাউথ ব্লক থেকে খবর পান, অনুদান মকুব হয়েছে। সেই অর্থে বুক বেঁধে আপাতত কলকাতার বাইপাল সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা শুরু হয়েছে পলাশিপাড়ার যুবক বিবেক বিশ্বাসের। ঋতব্রত বলছেন, ‘‘আমি প্রধানমন্ত্রীর দফতরের কাছে কৃতজ্ঞ।”

পেটের ব্যথায় কিছু দিন ধরেই ভুগছিলেন বিবেক। জানা যায়, তাঁর দু’টি কিডনি বিকল হয়ে গিয়েছে। ডায়ালিসিস ছাড়া গতি নেই। কিডনি বদল করতে না পারলে এই অবস্থায় বাঁচিয়ে রাখাই দায়। খরচ পড়বে প্রায় সাত লক্ষ টাকা। বিবেকের সম্বল বলতে এক বিঘা জমি। তা বন্ধক রেখে সাকুল্যে দু’লক্ষ টাকা বড়জোর পেতে পারেন। কিন্তু বাকি টাকা? জানতে পেরে এগিয়ে এসেছিলেন পলাশিপাড়া পঞ্চায়েতের সদস্য সিপিএমের প্রদীপ হালদার। তিনিই যোগাযোগ করেন পলাশিপাড়ার প্রাক্তন বিধায়ক তথা সিপিএমের জেলা সম্পাদক মন্ডলীর সদস্য এসএম সাদির সঙ্গে। যোগাযোগ করা হয় রাজ্যসভার সদস্য ঋতব্রতের সঙ্গে। ফেব্রুয়ারির গোড়ায় চিঠি যায় প্রধানমন্ত্রীর দফতরে। মঙ্গলবার, সে আবেদনের ভিত্তিতে প্রধানমন্ত্রীর তহবিল থেকে ২ লক্ষ ৯০ হাজার টাকা মঞ্জুর করা হয়েছে। বিবেক বলছেন, ‘‘আমার পরিবার ঋতব্রত এবং প্রধানমন্ত্রীর দফতরের কাছে কৃতজ্ঞ থাকবে চিরকাল।” তিনি বলেন, “শুধু কষ্ট হচ্ছে এটা ভেবে যে আমার এলাকার সাংসদ তাপস পালের কাছে বার বার ছুটে গিয়েছি, ফিরেও তাকাননি তিনি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

PMO Help Youth Treatment
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE