নদিয়ার পলাশিপাড়ায় এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। ১৪ বছর বয়সি ওই কিশোরীর মায়ের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে প্রতিবেশী যুবককে গ্রেফতার করেছে পুলিশ। নবম শ্রেণির পড়ুয়া ওই নির্যাতিতারও স্বাস্থ্য পরীক্ষা করানোর ব্যবস্থা করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে মঙ্গলবার মধ্যরাতে। ওই সময় কিশোরী শৌচালয়ে গিয়েছিল। অভিযুক্ত যুবক তাকে বাড়ির বাইরে দেখতে পেয়ে এলাকারই একটি ঝোপে ডেকে নিয়ে যান। পূর্বপরিচিত হওয়ায় আপত্তি জানায়নি কিশোরীও। ওই ঝোপের মধ্যে একটি ট্রাক্টর দাঁড় করানো ছিল। অভিযোগ, সেই ট্রাক্টরের মধ্যেই কিশোরীকে ধর্ষণ করেন প্রতিবেশী। পুলিশের একটি সূত্র জানাচ্ছে, অভিযুক্ত যুবক কিশোরীকে মদ্যপানও করান। তার পরে কিশোরী অর্ধচেতন হয়ে পড়লে তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ।
মঙ্গলবার রাতের ওই ঘটনার ঘণ্টা খানেক পরে কিশোরী বাড়িতে ফিরে যায়। ট্রাক্টরে প্রতিবেশী যুবকের ‘অত্যাচারের’ বিষয়ে পরিবারের সদস্যদের কাছে জানায় সে। তার পরে বুধবার সকালে নির্যাতিতার পরিবারের সদস্যেরা থানায় গিয়ে প্রতিবেশী যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে প্রাথমিক অনুসন্ধানের পরে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। পরে তাঁকে আদালতে পেশ করা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।
আরও পড়ুন:
পলাশিপাড়ার এই ঘটনার প্রসঙ্গে তেহট্ট মহকুমা পুলিশ আধিকারিক শুভতোষ সরকার বলেন, “এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ পেয়েছি। অভিযোগের ভিত্তিতে এক জনকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত চলছে।”