চাকদহ শহরের রাজবাগানপাড়ায় একজন মহিলা অভিযোগ, তিনি তাঁর সাইকেল বারান্দায় রেখে ঘরে গিয়েছিলেন। কিছুক্ষণ পরে ঘর থেকে বেরিয়ে দেখেন সাইকেলটা আর বারান্দায় নেই। এদিকে ওদিকে খোঁজ করেও আর সাইকেল পাননি। বাধ্য হয়ে তিনি পুলিশের দ্বারস্থ হয়েছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই ঘটনার তদন্ত করতে নেমে সোমবার রাতে পুলিশ একটি সাইকেল সহ ওই এলাকার বাসিন্দা মিন্টু দত্ত নামে বছর আঠাশের এক যুবককে গ্রেফতার করে। তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ ওই রাতেই ঝাউতলা দুর্গানগর এলাকা থেকে বছর কুড়ির দেবজিৎ চৌধুরী এবং যশড়া হাজারিমোড় থেকে প্রসেনজিৎ বিশ্বাস নামে আর এক যুবককে পুলিশ গ্রেফতার করে। মঙ্গলবার তাদের কল্যাণী আদালতে তোলা হলে বিচারক দু'দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। ওই তিনজনকে নিয়ে তদন্তে নেমে মঙ্গলবার রাতে আকাশ শাখারি নামে আরও একজনকে পুলিশ গ্রেফতার করে। সেই সঙ্গে সাতটি সাইকেলও উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। সাইকেল চুরির ওই চক্রে আর কেউ আছে কিনা তা খোঁজ নেওয়া হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)