মুর্শিদাবাদের ধুলিয়ানে বাবা-ছেলে খুনের ঘটনায় আদালতে চার্জশিট পেশ করল পুলিশ। ঘটনার ৫৫ দিনের মাথায় শুক্রবার জঙ্গিপুর মহকুমা আদালতে চার্জশিট পেশ করা হয়। তার প্রেক্ষিতে সরকার পক্ষের আইনজীবী দ্রুত শুনানির আবেদন করেছেন।
ওয়াকফ সংশোধনী আইনের বিরোধী আন্দোলনে উত্তপ্ত মুর্শিদাবাদে গত ১২ এপ্রিল বাবা-ছেলেকে কুপিয়ে খুন করা হয়। ওই ঘটনায় রাজনৈতিক শোরগোল পড়ে যায় বাংলায়। তবে পুলিশ প্রথম থেকে জানিয়ে এসেছে, ব্যক্তিগত শত্রুতার কারণে এই খুন হয়েছে। রাজনৈতিক বা অন্য কোনও কারণ নেই। সূত্রের খবর, চার্জশিটেও সেটা জানানো হয়েছে। এ-ও বলা হয়েছে, হরগোবিন্দ এবং চন্দন দাস খুনে অভিযুক্ত ১৩ জনের ১৩ জনকেই গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, ধৃতদের জেরা করে বিভিন্ন তথ্যপ্রমাণ মিলেছে। তার উপর ভিত্তি করে ১৩ জন অভিযুক্তের বিরুদ্ধে শুক্রবার চার্জশিট দিয়েছে বিশেষ তদন্তকারী দল (সিট)। অভিযুক্তেরা কী ভাবে এই ঘটনা ঘটিয়েছেন এবং তার পর কোথায় কী ভাবে তাঁরা গা ঢাকা দিয়েছিলেন, কোন কোন জায়গা থেকে তাঁদের গ্রেফতার করা হয়েছে, সমস্তটাই চার্জশিটে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন:
উল্লেখ্য, ঘটনার দিন ঘরের ভিতর থেকে বাবা-ছেলেকে টেনেহিঁচড়ে নিয়ে গিয়ে কুপিয়ে খুনের অভিযোগ ওঠে। ওই ঘটনার প্রেক্ষিতে বিশেষ তদন্তকারী দল গঠন করে রাজ্য। ডিআইজি পদমর্যদার আধিকারিকের নেতৃত্বে তদন্ত শুরু হয়। খুনের ঘটনায় মুর্শিদাবাদ-সহ রাজ্যের বিভিন্ন জায়গা এমনকি, ভিন্রাজ্য থেকেও অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ। তদন্তে উঠে এসেছে, জমি বিবাদকে কেন্দ্র করে এই খুনের ঘটনা ঘটেছে।