মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দেওয়ার পরেই এত দিন এই প্রকল্পের বাইরে থাকা নার্সিংহোমগুলির সঙ্গে বৈঠক করে দ্রুত নাম নথিভুক্ত করার নির্দেশ দিল নদিয়া জেলা প্রশাসন।
প্রশাসন সূত্রের খবর, আগামী শুক্রবারের মধ্যে জেলার সমস্ত নার্সিংহোমকে স্বাস্থ্যসাথী প্রকল্পে নাম নথিভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। তা করতে গিয়ে যদি কারও কোনও সমস্যা দেখা দেয়, সে ক্ষেত্রে প্রশাসন ও স্বাস্থ্য দফতরের তরফে সমস্ত সহযোগিতা করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। এত দিন প্রকল্পের বাইরে থাকা নার্সিংহোমগুলি মঙ্গলবার থেকেই নাম নথিভুক্ত করার প্রস্তুতি শুরু করেছে।
নদিয়া জেলার বিভিন্ন প্রান্তে ছোট-বড় মিলিয়ে নার্সিংহোমের সংখ্যা প্রায় ১৪০। যার মধ্যে বেশির ভাগই ইতিমধ্যে স্বাস্থ্যসাথী প্রকল্পে নাম নথিভুক্ত করেছে। যদিও তাদের মধ্যে অনেকেই এত দিন বিষয়টিকে তেমন গুরুত্ব দিচ্ছিল না। কেউ কেউ বিষয়টিকে একেবারেই গুরুত্ব না দিয়ে নাম নথিভুক্ত করায়নি। স্বাস্থ্যসাথী কার্ড ফেরানো যাবে না বলে কয়েক দিন আগেই বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমগুলিকে বার্তা দিয়েছিল নবান্ন। সোমবার হবিবপুরের জনসভায় মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দেন, “যদি কেউ চিকিৎসা না দেয়, সরকারের হাতে কিন্তু লাইসেন্স বাতিল করে দেওয়ার ক্ষমতাও আছে।”