Advertisement
২৬ এপ্রিল ২০২৪

প্রতিবাদ মিছিল

সাংবাদিক নিগ্রহের প্রতিবাদে শুক্রবার কান্দি মহকুমা প্রেস কর্নারের পক্ষ থেকে মৌনী মিছিল হল। বাসস্ট্যান্ড সংলগ্ন কান্দি-বহরমপুর রাজ্য সড়কের উপরে পেন, কাগজ, ক্যামেরা রেখে দিয়ে দশ মিনিটের প্রতীকি পথ অবরোধ করা হয়। পরে কান্দির মহকুমাশাসক, এসডিপিও ও কান্দি থানার আইসি-র কাছেও স্মারকলিপি দেওয়া হয়।

নিজস্ব সংবাদদাতা
কান্দি শেষ আপডেট: ১০ অক্টোবর ২০১৫ ০০:২০
Share: Save:

সাংবাদিক নিগ্রহের প্রতিবাদে শুক্রবার কান্দি মহকুমা প্রেস কর্নারের পক্ষ থেকে মৌনী মিছিল হল। বাসস্ট্যান্ড সংলগ্ন কান্দি-বহরমপুর রাজ্য সড়কের উপরে পেন, কাগজ, ক্যামেরা রেখে দিয়ে দশ মিনিটের প্রতীকি পথ অবরোধ করা হয়। পরে কান্দির মহকুমাশাসক, এসডিপিও ও কান্দি থানার আইসি-র কাছেও স্মারকলিপি দেওয়া হয়। প্রেস কর্নারের সম্পাদক অভিজিৎ ঘোষ বলেন, “গোটা রাজ্যেই সংবাদমাধ্যমের প্রতিনিধিরা আক্রান্ত হচ্ছেন। এতে সাংবাদিক বন্ধুদের পরিজনেরা আতঙ্কে ভুগছেন।’’ এই প্রবণতারও সমালোচনা করেন তিনি। ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে এই কর্মসূচি বলে তিনি জানান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Protest rally journalist harassment kandi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE