Advertisement
০৩ মে ২০২৪
Crowds to watch Drama

বহরমপুরে শীতের সন্ধ্যায় ভিড় নাটক দেখার

উদ্যোক্তাদের দাবি, বৃহস্পতিবার বিকেলেই এ দিনের নাটকের সমস্ত টিকিট বিক্রি হয়ে গিয়েছে। যার জেরে বিকেল থেকে সন্ধ্যায় নাটক শুরুর আগের মুহূর্ত পর্যন্ত একাধিক দর্শক টিকিট না পেয়ে বাড়ি ফিরে গিয়েছেন।

প্রান্তিকের হাজারদুয়ারি রঙ্গ উৎসবে বেহালা ব্রাত্যজনের নাটক পড়ে পাওয়া ষোল আনা।

প্রান্তিকের হাজারদুয়ারি রঙ্গ উৎসবে বেহালা ব্রাত্যজনের নাটক পড়ে পাওয়া ষোল আনা। ছবি গৌতম প্রামাণিক।

সামসুদ্দিন বিশ্বাস
বহরমপুর শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৩ ১০:১৩
Share: Save:

জমে উঠেছে বহরমপুরের ‘প্রান্তিক’ নাট্য সংস্থার নাট্য উৎসব ‘হাজারদুয়ারি রঙ্গ উৎসব’। গত মঙ্গলবার বহরমপুর রবীন্দ্রসদনে ‘বেহালা ব্রাত্যজনের’ সহযোগিতায় এই নাট্য উৎসব শুরু হয়েছে। প্রতিদিন ভিড় বাড়ছে নাটক দেখতে। তবে অন্য সব দিনকে ছাপিয়ে গিয়েছে বৃহস্পতিবার। এদিন টলিউডের নামকরা অভিনেতা খরাজ মুখোপাধ্যায়ের নাটক এবং তাঁর নির্দেশনায় অভিনয় দেখতে ভিড় জমিয়েছিলেন বহরমপুরের নাট্যমোদী দর্শকেরা। উদ্যোক্তাদের দাবি, বৃহস্পতিবার বিকেলেই এ দিনের নাটকের সমস্ত টিকিট বিক্রি হয়ে গিয়েছে। যার জেরে বিকেল থেকে সন্ধ্যায় নাটক শুরুর আগের মুহূর্ত পর্যন্ত একাধিক দর্শক টিকিট না পেয়ে বাড়ি ফিরে গিয়েছেন।

বহরমপুরের ‘প্রান্তিক’ নাট্য সংস্থার সদস্য তথা ‘হাজারদুয়ারি রঙ্গ উৎসবে’র আহ্বায়ক নীলাঞ্জন পান্ডে বলেন, ‘‘অন্য নাটকগুলিতে ভিড় ভাল হলেও বৃহস্পতিবার সব থেকে বেশি সাড়া পেয়েছি। এদিন বিকেলেই রবীন্দ্রসদনের সমস্ত টিকিট শেষ হয়ে গিয়েছে। অনেককেই টিকিট নিতে এসে খালি হাতে ফিরতে হয়েছে।’’ তাঁর দাবি, ‘‘আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত আমাদের নাট্য উৎসব চলবে। আশা করছি বাকি দিনগুলিতেও দর্শকদের ভাল সাড়া পাব।’’ উদ্যোক্তারা জানান, ১৯৬৮ সালে বহরমপুরে প্রান্তিক নাট্য সংস্থার প্রতিষ্ঠা হয়েছে। এবারে ওই নাট্য সংস্থা ৫৫ বছরে পা দিয়েছে। এ বছর তাঁদের ‘হাজারদুয়ারি রঙ্গ উৎসব’ ৬ দিন ধরে হচ্ছে।

বহরমপুরকে নাটকের শহর বলা হয়। বরাবরেই মতো এবারেও শীতের মরসুমে একের পর এক নাট্যগোষ্ঠীর নাট্যোৎসব চলছে বহরমপুর রবীন্দ্রসদনে। শীতের সন্ধ্যায় নাট্যমোদী দর্শকে ভিড় জমাচ্ছেন রবীন্দ্রসদনে। প্রান্তিকের হাজারদুয়ারি রঙ্গ উৎসবেও প্রতিদিন সন্ধ্যায় একই ভাবে ভিড় জমাচ্ছেন বহরমপুরের নাট্যমোদী দর্শকেরা। পরিবেশও বেশ ভাল। অল্প ঠান্ডা পড়েছে। তাতে উৎসবের আবহ তৈরি হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Berhampore
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE