বিজেপি বিধায়কের গাড়ির ধাক্কায় জখম হলেন তিন জন। শুক্রবার বিকেলে এ নিয়ে চাঞ্চল্য ছড়াল নদিয়ার চাকদহ থানা এলাকায়। বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদারের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়েরা। আহত তিন জনকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। ঘটনাস্থলে গিয়েছে চাকদহ থানার পুলিশ।
স্থানীয় সূত্রের খবর, বিজেপি বিধায়ক গাড়ি করে বনগাঁ থেকে কল্যাণী যাচ্ছিলেন। চাকদহ ব্লকের নিখরগাছি খালপাড় এলাকায় তাঁর গাড়ির সঙ্গে ধাক্কা লাগে একটি বাইকের। ওই বাইকে তিন জন আরোহী ছিলেন। তাঁরা তিন জনেই বাইক থেকে ছিটকে রাস্তায় পড়ে গিয়ে গুরুতর জখম হন। তিন জনকে উদ্ধার করে কল্যাণী জেএনএম হাসপাতালে ভর্তি করানো হয়।
দুর্ঘটনার প্রতিবাদে বিধায়কের গাড়ি ঘিরে বিক্ষোভ শুরু করেন স্থানীয় বাসিন্দারা। প্রায় এক ঘণ্টার বেশি সময় আটকে থাকে বিধায়কের গাড়ি। প্রতিবাদীদের দাবি, আহতদের চিকিৎসার সমস্ত দায়িত্ব নিতে হবে বিধায়ককে।
আরও পড়ুন:
দুর্ঘটনা এবং গন্ডগোলের খবর পেয়ে ঘটনাস্থলে যান হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার। কিন্তু তাঁকে ঘিরেও বিক্ষোভ দেখান স্থানীয়েরা। পরে চাকদহ থানার পুলিশবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে বিধায়ক স্বপন মজুমদার বলেন, ‘‘নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাইকে ধাক্কা মারে গাড়িতে। আমি সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে জখমদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছি। প্রয়োজনে চিকিৎসার সমস্ত খরচ দিয়ে দেব।’’