Advertisement
২৫ এপ্রিল ২০২৪

মুদ্রা যোজনায় ঋণ বিলি মুর্শিদাবাদে

প্রধানমন্ত্রী মুদ্রা যোজনায় মুর্শিদাবাদ জেলায় প্রথম ঋণ বিলি হল মঙ্গলবার। এ দিন শিবির করে রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি মিলে ২১টি ব্যাঙ্কের মোট ৩৭৪টি শাখা থেকে ৬০৮৮ জনকে ১৮ কোটি ১ লক্ষ টাকা ঋণ দেওয়া হয়। বহররমপুর শহরের একটি তিন তারা হোটেলের সভাকক্ষের অনুষ্ঠানে ঋণের অনুমোদনপত্র বিলি করা হয়।

নিজস্ব সংবাদদাতা
বহরমপুর শেষ আপডেট: ০১ অক্টোবর ২০১৫ ০১:০৮
Share: Save:

প্রধানমন্ত্রী মুদ্রা যোজনায় মুর্শিদাবাদ জেলায় প্রথম ঋণ বিলি হল মঙ্গলবার। এ দিন শিবির করে রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি মিলে ২১টি ব্যাঙ্কের মোট ৩৭৪টি শাখা থেকে ৬০৮৮ জনকে ১৮ কোটি ১ লক্ষ টাকা ঋণ দেওয়া হয়। বহররমপুর শহরের একটি তিন তারা হোটেলের সভাকক্ষের অনুষ্ঠানে ঋণের অনুমোদনপত্র বিলি করা হয়। একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ম্যানেজার অমিত সিংহ বলেন, ‘‘প্রধানমন্ত্রী মুদ্রা যোজনায় ঋণ পেতে কোনও কিছু বন্ধক রাখতে হবে না। ফলে উদ্যম, যোগ্যাতাকে পুঁজি করে ব্যবসা, উৎপাদন বা পরিষেবা সংক্রাম্ত বিষয়ে ঋণ নিয়ে স্বয়ংসম্পূর্ণ হওয়ার সুযোগ রয়েছে।’’

ওই ব্যাঙ্কেরই ডেপুটি জেনারেল ম্যানেজার সোমনাথ দত্ত বলেন, ‘‘তিনটি পর্যায়ে ঋণের ব্যবস্থা রয়েছে এই যোজনায়। প্রথম ধাপটি ৫০ হাজার টাকা পর্যন্ত। এর নামকরণ হয়েছে শিশু ঋণ। ৫০০০১ টাকা থেকে ৫০০০০০ টাকা পর্যন্ত প্রকল্পের নাম কিশোর ঋণ। আর ৫০০০০১-১০০০০০০ টাকা পর্যন্ত প্রকল্পের নাম তরুণ ঋণ। ক্ষুদ্র ব্যবসায়ীদের পক্ষে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা প্রকল্পটি খুব কাজে আসবে।’’

জেলা শিল্পকেন্দ্রের জেনারেল ম্যনেজার দেবাশিস মুখেোপাধ্যায় বলেন, ‘‘এত দিন জেলা শিল্প কেন্দ্রের বিভিন্ন প্রকল্পের জন্য বছরে একবার ঋণ দেওয়া হত। কিন্তু প্রধানমন্ত্রী মুদ্রা যোজনায় সারা বছর ধরে ঋণ দেওয়া হবে। ফলে পি‌ছিয়ে পড়া ব্যবসায়ী বা উদ্যোগীরা নিজেদের পায়ে দাঁড়াতে পারবেন।’’

অনুষ্ঠানে ছিলেন দুই অতিরিক্ত জেলাশাসক সুপর্ণকুমার রায়চৌধুরী (জেলা পরিষদ) ও সমনজিৎ সেনগুপ্ত (উন্নয়ন)। সুপর্ণবাবু বলেন, ‘‘এই জেলায় ৫৫টি গ্রাম পঞ্চায়েত ভবনে নামমাত্র ভাড়ায় ব্যাঙ্কের শাখা খোলার সুযোগ রয়েছে। ওই পঞ্চায়েত গুলিতে কোনও ব্যাঙ্কিং ব্যবস্থা আজও গড়ে ওঠেনি। সেখান থেকে আমন্ত্রণ আসছে। ওই সব পঞ্চায়েত ভবন থেকে ব্যঙ্ক পরিষেবা দেবার পরিকাঠামো গড়ে তুলতে ব্যাঙ্কগুলোকে অনুরোধ করা হচ্ছে।’’ বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্কের মুর্শিদাবাদ রিজিওন্যাল ম্যানেজার সুমন চক্রবর্তী বলেন, ‘‘প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা প্রকল্প থেকে সারা রাজ্যে ২০১৫-২০১৬ আর্থিক বছরে মোট ৬৫৩২ কোটি টাকা ঋণ দেওয়া হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mudra Yojana Murshidabad loan Baharampur
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE