E-Paper

সরস্বতী পুজো আর প্রেমদিবস দুয়ারে, সঙ্গে পরীক্ষার গুঁতোও 

এবারের মাধ্যমিক পরীক্ষা শেষ হচ্ছে আগামী সপ্তাহের সোমবার। আর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে শুক্রবার। মাঝের বুধবার এই বছরের সরস্বতী পুজো।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৪ ০৮:০৯
চলছে সরস্বতী প্রতিমা তৈরির কাজ। কৃষ্ণনগরে।

চলছে সরস্বতী প্রতিমা তৈরির কাজ। কৃষ্ণনগরে। —নিজস্ব চিত্র।

পরীক্ষার মধ্যেই সরস্বতী পুজো। আবার, ঠিক সরস্বতী পুজোর দিনই ১৪ ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন’স ডে। সব মিলিয়ে, যে কারণে মনখারাপ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের। এলাকার বেশ কিছু স্কুলে খোঁজখবর নিয়ে জানা গেল, প্রত্যেক বছরের মতো এবারেও সরস্বতী পুজোয় পরীক্ষা থাকায় উৎসবে-আয়োজনে পড়ুয়াদের যোগ দেওয়ায় ঘাটতি থাকবে।

এবারের মাধ্যমিক পরীক্ষা শেষ হচ্ছে আগামী সপ্তাহের সোমবার। আর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে শুক্রবার। মাঝের বুধবার এই বছরের সরস্বতী পুজো। পরীক্ষা প্রস্তুতির জেরে মাথা থেকে সরে গিয়েছে সরস্বতী পুজো কিংবা ভ্যালেন্টাইন’স ডে-র ভাবনা। তবে মাধ্যমিক পরীক্ষার্থীরা হাঁফ ছেড়ে বেঁচেছে। কারণ, বিদ্যার দেবী মণ্ডপে আসার আগেই তাদের পরীক্ষা শেষ হতে চলেছে।

যেমন নন্দনপুর আদর্শ বিদ্যাপীঠ। প্রধান শিক্ষক নীরেন্দ্রনাথ বিশ্বাস বলেন, ‘‘বিগত বছরগুলিতে যে ভাবে স্কুলে ছাত্রছাত্রীদের নিয়ে, আবেগের মধ্যে দিয়ে সরস্বতী পুজো হত, এ বার তা হচ্ছে না। বিশেষ করে উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের মনখারাপ। তাছাড়াও সরস্বতী পুজো উপলক্ষে স্কুলে বেশ কিছু দিন ধরেই আগাম প্রস্তুতি শুরু হয়ে যায়। ছাত্রছাত্রীরা তাতে যোগ দিয়ে আনন্দে মেতে ওঠে। কিন্তু মাধ্যমিক পরীক্ষা থাকার কারণে সে সব স্কুল চত্বরের মধ্যে করা যাচ্ছে না।’’

চম্পা বিশ্বাস, রিম্পা রায়, সুজন সরকার, শুভম বিশ্বাস-সহ একাধিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের আক্ষেপ— পরীক্ষা শুরুর দু’দিন আগে কেন সরস্বতী পুজো? যে কারণে এবারের পুরো আনন্দই মাটি হয়ে গিয়েছে। তাদের কথায়, ‘‘স্কুলের বেশিরভাগ ছাত্রছাত্রী সরস্বতী পুজোর দিনেই আনন্দ করে। তাই আমাদের মনখারাপ করছে।’’

দাঁড়েরমাঠ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেন্দ্রনাথ ঘোষের বক্তব্য— ‘‘আজকে আমি শিক্ষক হয়েছি ঠিকই। যখন ছাত্র ছিলাম, তখন সরস্বতী পুজোর দিনটার দিকেই তাকিয়ে থাকতাম। আর এবারে তো সরস্বতী পুজোর দিনেই ভ্যালেন্টাইন’স ডে পড়েছে। স্বাভাবিক কারণেই পড়ুয়াদের মনখারাপ হওয়ার কথা।’’

তাঁর কথায়, ‘‘এক দিন পরেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা। প্রত্যেক বছরের মতো তাই এবারে স্কুলে সরস্বতী পুজোর আয়োজন নেই।’’

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

saraswati puja Valentine’s Day

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy