Advertisement
২৫ এপ্রিল ২০২৪
পাচারে ছুটছে টোটো

আম-ঝুড়িতে নেশার ওষুধ

একদা নিরুত্তাপ সীমান্ত বদলে যেতে শুরু করেছিল দু’দশক ধরে। সেই বদলটা গড়াতে গড়াতে হালে একেবারে চোখে পড়ার মতো হয়েছে। বছরের পর বছর কাঁটাতারের বেড়ার পাশে ঘর করা মানুষদেরও এখন আবাদের জন্য নো ম্যানস ল্যান্ড-এ যেতে হলে রয়েছে বাঁদা সময়।

সুজাউদ্দিন
ডোমকল ও করিমপুর শেষ আপডেট: ০৪ জুন ২০১৭ ১৩:০০
Share: Save:

তালিকায় ঢুকে পড়ল টোটোও।

ওষুধ থেকে নুন, অস্ত্র থেকে জাল নোট— এ যাবত ছিপছিপে নৌকা না হয় দামি গাড়ির ডিকিই ছিল পাচারের ভরসা। তবে আমের ঝাঁকার আড়ালে, থরে থকে কাশির ওষুধ (সীমান্তে যার দেদার ব্যবহার নেশার বস্তু হিসেবে) সমেত যে গাড়িটি সম্প্রতি ধরা পড়েছে তা আদপে একটি ত্রি-চক্রযান, টোটো।

ডোমকল থেকে জলঙ্গি, তেহট্ট থেকে করিমপুর— টোটোর চলাচল অবাধ। সেই নিতান্ত আটপৌরে গাড়িতেও মিলছে দেদার নেশার বস্তু। কখনও ঘাসের বস্তার ভিতর কখনও বা আমের ঝাঁকার আড়ালে। যা দেখে এক সীমান্তরক্ষী অফিসার বলছেন, ‘‘আসলে এত দিন আমাদের চোখ থাকত বড় গাড়ির দিকে। টোটো ব্যবহার করে সেই নজরদারিতেই ফাঁকি দিতে চাইছে পাচারকারীরা।’’

সম্প্রতি এমনই এক টোটোতে ইসলামপুরের বেকিবাগান এলাকা থেকে সাতশো বোতল কাশির ওষুধ আটক করেছে ইসলামপুর থানার পুলিশ। গ্রেফতার হয়েছে দুই পাচারকারী। পুলিশ জানিয়েছে, একটি টোটোয় আমের ঝুড়িতেই মিলেছে ওই মাদক। গোপনে খবর পেয়ে রাকিবুল হাসান ও শুকুর খান নামের দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এদের দু’জনের বাড়ি রানিনগরের দেওয়ানপাড়ার গ্রামে। টোটোটি আটক করা হয়েছে।

একদা নিরুত্তাপ সীমান্ত বদলে যেতে শুরু করেছিল দু’দশক ধরে। সেই বদলটা গড়াতে গড়াতে হালে একেবারে চোখে পড়ার মতো হয়েছে। বছরের পর বছর কাঁটাতারের বেড়ার পাশে ঘর করা মানুষদেরও এখন আবাদের জন্য নো ম্যানস ল্যান্ড-এ যেতে হলে রয়েছে বাঁদা সময়। দেশের আনাচ কানাচে ক্রমান্বয়ে জঙ্গি হানা, বিস্ফোরণের ঘটনায় বাংলাদেশ সীমান্ত এখন প্রায় নিশ্ছিদ্র করে তুলেছে সীমান্তরক্ষী বাহিনি।

নদিয়া ও মুর্শিদাবাদের সীমান্তে বড় অংশে কাঁটাতারের বেড়া থাকলেও পদ্মা লাগোয়া রানিতলা, রানিনগর কিংবা হোগলবাড়িয়া এলাকায় বেশ কিছু অংশে এখনও বেড়ার বালাই নেই। সেখানে পাচারের কারবার এখনও চলে অবাধেই। নদিয়ার গান্ধীনা থেকে মুর্শিদাবাদের ভগবানগোলা-লালগোলার চর— পাচারের আঁতুরঘর হিসেবেই পরিচিত। রাতের আঁধারে, পাট খেতের আড়ালে সেখানে চলছে পাচার। গরু থেকে অস্ত্র, নেশার ওষুধ থেকে নুন। হালে গরু পাচারে কিছুটা লাগাম পড়তেই ফের শুরু হয়েছে মাদক আর নেশার ওষুধ পাচার করা। আর সেই পাচার এত দিন হত বড়সড় গাড়িতে। এ বার সেই পাচারেই এ বার হাত পড়ল টোটোয়।

মাস কয়েক আগে ডোমকলে একটি বড় গাড়িতে আলুর বস্তার মধ্যে খোঁজ মিলেছিল গাঁজার। তার আগে জলঙ্গিতে তামাতের বস্তায় মিলেছিল মাদক। রানিনগরে লালবাতি গাড়িতে মিলেছিল গরু— তালিকাটা দীর্ঘ। এ বার সেই তালিকায় নাম লেখাল টোটো। তা বলে টোটো?

শুক্রবার গোপন সূত্রে খবর পেয়ে ইসলামপুরের বেকিবাগান এলাকায় আটক করা হয় একটি টোটোকে। নজরে আসে আমের প্যাঁটরা। তবে আমের আড়ালে ওগুলো কি? এ বার নজরে আসে, থরে থরে সাজানো আমের আড়ালে কাশির ওষুধের বোতল। (সহ প্রতিবেদন: কল্লোল প্রামাণিক)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Sleeping pills Mangoes Export
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE