Advertisement
E-Paper

দুই ছেলের নির্যাতন না সইতে পেরে কোর্টে মা

নিজ গৃহেই তিনি এখন পরবাসী। স্বামীর ভিটেয় থাকতে চেয়ে আইনের আশ্রয় নিলেন বৃদ্ধা মা। ছেলে-বউমার অত্যাচারের হাত থেকে রেহাই নবদ্বীপ তেঘড়িপাড়া ঝাঁপানতলার বাসিন্দা পঁচাত্তর বছরের ব্রজবালা দেবনাথ তাঁর দুই ছেলের বিরুদ্ধে উকিলের নোটিশ পাঠালেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ মার্চ ২০১৭ ০০:১৭

নিজ গৃহেই তিনি এখন পরবাসী। স্বামীর ভিটেয় থাকতে চেয়ে আইনের আশ্রয় নিলেন বৃদ্ধা মা। ছেলে-বউমার অত্যাচারের হাত থেকে রেহাই নবদ্বীপ তেঘড়িপাড়া ঝাঁপানতলার বাসিন্দা পঁচাত্তর বছরের ব্রজবালা দেবনাথ তাঁর দুই ছেলের বিরুদ্ধে উকিলের নোটিশ পাঠালেন।

যদিও তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ওই বৃদ্ধার দুই ছেলে।

নবদ্বীপ পুরসভার ২০নং ওয়ার্ডের ঝাঁপানতলার বাসিন্দা ব্রজবালা দেবনাথের অভিযোগ তার দুই ছেলে গৌর দেবনাথ ও জয়ন্ত দেবনাথ এবং দুই পুত্রবধূ তাঁকে নিজের বাড়িতে থাকতে দিতে চাইছে না। এজন্য তাঁর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন করছে। সেই অত্যাচারের হাত থেকে বাঁচতে এবং তাদের উচ্ছেদ চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন ওই বৃদ্ধা।

যদিও ব্রজবালাদেবীর অভিযোগের উত্তরে একছেলে গৌর দেবনাথ অবশ্য বলেন “অভিযোগ মিথ্যা। পৈত্রিক সম্পত্তি থেকে মা বঞ্চিত করে সবটা বিবাহিত দিদিকে দিতে চান। আমরা এর বিরোধিতা করেছি মাত্র।’’

এ প্রসঙ্গে বৃদ্ধার আইনজীবী নারায়ণচন্দ্র সাধু বলেন “আমার মক্কেল একজন অসহায় বৃদ্ধা। তিনি খুব কষ্ট করে তাঁর ছেলেমেয়েদের মানুষ করেছেন। কিন্তু সেই সন্তানরা এখন নিজের মাকে বাড়ি থেকে বের করে দিতে চাইছেন।’’ তিনি জানান, চরম অত্যাচার হয়েছে তাঁর মক্কেলের উপর। বাধ্য হয়ে উচ্ছেদের নোটিস দেওয়া হয়েছে। খুব তাড়াতাড়ি মামলা রুজু করা হবে।

Mother Son Torture Court
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy