Advertisement
২৪ এপ্রিল ২০২৪

আমূল রূপান্তর ভক্তির

মাঝেরচরের কাউন্সিলার জ্যোৎস্না হালদারের অফিসে কাজকর্ম দেখাশোনার কাজ পান। ওয়ার্ডে সেক্রেটারি হিসেবে তিনি কাজ করতেন। তখনই ওয়ার্ডের কাজ সম্পর্কে সম্যক ধারণা হয়।

ভক্তিভূষণ রায়

ভক্তিভূষণ রায়

নিজস্ব সংবাদদাতা
কল্যাণী শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০১৯ ০৩:৩৪
Share: Save:

ইটভাটার সরকারি জমি দখল নিয়ে সোমবার মাঝেরচড়ে তোলপাড় কাণ্ডের পর থেকেই বার বার নাম উঠে আসছে পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার ভক্তিভূষণ রায়ের। দল ও স্থানীয় সূত্রের খবর, পড়াশোনা শেষ করে বেশ কিছু দিন বেকার ছিলেন। চরম দারিদ্রে কাটিয়েছেন। কোনও ভাবে এলাকার তৃণমূল নেতা লাবনী দাসের সংস্পর্শে আসেন। মাঝেরচরের কাউন্সিলার জ্যোৎস্না হালদারের অফিসে কাজকর্ম দেখাশোনার কাজ পান। ওয়ার্ডে সেক্রেটারি হিসেবে তিনি কাজ করতেন। তখনই ওয়ার্ডের কাজ সম্পর্কে সম্যক ধারণা হয়। দরখাস্ত লেখায় পারদর্শী হয়ে ওঠেন তিনি। এরই মধ্যে ভোটে দাঁড়ান। দলীয় প্রতীক না-পেয়ে জোড়া পাতা প্রতীক নেন। জিতে তৃণমূলে যোগ দেন আর পুরস্কার হিসেবে চেয়ারম্যান-ইন-কাউন্সিলে ঠাঁই হয় তাঁর। আর পিছনে তাকাতে হয়নি। এলাকার লোকের কথায়, ভক্তিভূষণের জীবনে ক্ষমতাই ডেকে আনে দুর্নীতি। সরকারি জমি দখল ও বিক্রির ঘটনায় নাম জড়িয়ে পড়ে তাঁর। ৬ নম্বর ওয়ার্ডেরই বাসিন্দা বিশু দাস ও তাঁর পরিবারের উপর অত্যাচারে নাম জড়িয়ে পড়ে ভক্তির।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Majher Char Land Scam
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE