অপ্রকৃতস্থ অবস্থা, আদালত চত্বরে নাগাড়ে হুঙ্কার দিয়ে চলেছেন তিনি— ‘‘কে মারবে আমাকে, কে ধরবে, কোনও পুলিশের ক্ষমতা নেই!’’ প্রায় আধ ঘণ্টা ধরে আদালতের উঠোন জুড়ে এমনই হইচইয়ের ফল অবশ্য মিলেছে হাতেনাতেই। পাল্টা চড়-কিল-ঘুঁসির পরে সময়ে পুলিশ এসে তাঁকে উদ্ধার না করলে অবস্থা অন্য রকম হত।
তিনি ভগবানগোলা ১ নম্বর ব্লক তৃণমূল সভাপতি আফরোজ সরকার। ২২ জানুয়ারি ভগবানগোলায় সিপিএমের মিছিলে হামলা চালানোর অভিযোগ উঠেছিল আফরোজ-সহ ১৪ জনের বিরুদ্ধে। ভগবানগোলার সিপিএম বিধায়ক মহসিন আলির সেই অভিযোগের মামলার হাজিরার দিন ছিল বৃহস্পতিবার। অন্যদের মতো তিনিও এসেছিলেন আদালতে।
অভিযোগ, হাজিরা দিতে এসে আদালত চত্বরে বসেছিলেন ব্লক সভাপতি ও তার এক অনুগামী রমজান শেখ। সেই সময় রমজান শেখের হাত থেকে একটি আখের লাঠি নিয়ে ঘোরাতে ঘোরাতে আদালত চত্বর জুড়ে এমনই হুঙ্কার দিয়ে বেড়াচ্ছিলেন তিনি।