Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Hajarduari

ভয় কাটিয়ে হাজারদুয়ারির পথে হাজারো লোক

সব বাধা কাটিয়ে লালবাগ শহরের পর্যটনের সঙ্গে যুক্ত সকলের মুখে হাসি ফোটালো নতুন বছর। নতুন বছরের প্রথম দিনেই পর্যটকের ভীড় ভাঙল লালবাগ শহরে।

ভিড় ভাঙল লালবাগে। নিজস্ব চিত্র।

ভিড় ভাঙল লালবাগে। নিজস্ব চিত্র।

মৃন্ময় সরকার 
লালবাগ শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২১ ০৪:০৬
Share: Save:

গত বৃহস্পতিবারেরই তো কথা। বর্ষশেষে পর্যটকেরা ভিড় জমাবে বলে খাবারের পসড়া সাজিয়ে তৈরি ছিলেন হাজারদুয়ারির পেছনের একটি খাবার হোটেলের মালিক ভবতোষ পাল। কিন্তু যাদের জন্য এত আয়োজন সেই পর্যটকই ছিল না। অবশেষে খাবার ফেলে দিতে হয় তাঁকে। কিন্তু বছরের প্রথমদিনই বদলে গেল চিত্র সকালের দিক থেকে একটু বসে কাটালেও দুপুর হতে না হতেই আর কথা বলার সময় নেই ভবতোষ বাবুর। হেটেলের খদ্দের দের খাবার দেওয়ার ফাঁকে এক গাল হেঁসে বললেন, "দারুণ ব্যবসা হল দাদা। লোকও প্রচুর এসেছে। নতুন বছরে সাইত খুব ভালোই হয়েছে।"

সব বাধা কাটিয়ে লালবাগ শহরের পর্যটনের সঙ্গে যুক্ত সকলের মুখে হাসি ফোটালো নতুন বছর। নতুন বছরের প্রথম দিনেই পর্যটকের ভীড় ভাঙল লালবাগ শহরে। যদিও নতুন এদিন হাজারদুয়ারি বন্ধ ছিল। শুক্রবার হাজারদুয়ারি প্যালেস ও মিউজ়িয়াম বন্ধ রাখা হয়। শহরের পর্যটনের সঙ্গে যুক্ত সকলের দাবি, প্রতি বছর বছরের শেষ দিন ও বছরের শুরুর দিন পর্যটকের ভিড় ভাঙে লালবাগ শহরে। কিন্তু গত বছর বছরের প্রথম দিনও কার্যত ফাঁকাই ছিল লালবাগ শহর। কিন্তু এই বছরের প্রথমেই শহরের পর্যটকের ভিড় ভাঙায় খুশি সকলেই। এদিন সকাল থেকেই বড় বড় বাসে করে পর্যটকেরা শহরে আসেন এছাড়াও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে প্রচুর ছোট ছোট গাড়ি করে শহরে আসতে থাকে পর্যটকেরা।

হাজারদুয়ারি চত্বরে চায়ের দোকান রয়েছে টোটন দাসের এদিন তিনি বলেন, ‘‘বছরের শেষ একেবারেই বাজে গিয়েছে কিন্তু বছরের শুরুতেই প্রচুর পর্যটক এসেছে বেচাকেনাও বেশ ভালই হয়েছে।’’

কেল্লা নিজামতে হস্তশিল্প সামগ্রীর দোকান রয়েছে শিবরাম চৌধুরীর। তিনি বললেন, "পর্যটক ভালই এসেছে বছরের শুরুটা ভালই কাটল হতাশার সঙ্গে কাটেনি।" এদিন মুর্শিদাবাদ সিটি ব্যবসায়ী সমিতির সম্পাদক স্বপন ভট্টাচার্য বলেন, ‘‘বছরের প্রথম দিন শহরে পর্যটকের ভিড় ভাঙল। ব্যবসা ভালোই হয়েছে। নতুন বছরে সকলের মুখেই হাসি ফুটছে।"

এদিন মুর্শিদাবাদ টাঙ্গা ইউনিয়নের সম্পাদক মনু শেখ বলেন, ‘‘বছরের শুরু ভালই হয়েছে। প্রচুর ছোট গাড়ি করে শহরে পর্যটকরা এসেছে। প্রশংসা করতে হয় পুলিশেরও তারা যেভাবে সামাল দিয়েছে তাতে এত গাড়িতোও যানজট আগের মত দীর্ঘস্থায়ী হয়নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Lalbag Hajarduari
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE