Advertisement
E-Paper

মুঙ্গের থেকে পিস্তল, গুলি, জালনোট নিয়ে বাংলায়! যুবক-যুবতী পাকড়াও বহরমপুর স্টেডিয়ামের কাছ থেকে

ধৃতদের নাম আলফাজ় মণ্ডল এবং মনিকা বিবি। বাংলার দুই বাসিন্দা কিছু দিন আগে বিহারের মুঙ্গেরে গিয়েছিলেন। সেখান থেকে তাঁরা অস্ত্র নিয়ে ফরাক্কায় আসেন। ফরাক্কা থেকে ঢোকেন বহরমপুরে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২৫ ১৬:২৮
Arms

উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র, গুলি ইত্যাদি। —নিজস্ব চিত্র।

গোপন সূত্রে খবর ছিলই। তার ভিত্তিতে মুর্শিদাবাদের বহরমপুর স্টেডিয়াম এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছিল পুলিশ। সন্দেহভাজন দু’জনকে আটকে জিজ্ঞাসাবাদ করতেই মিলল অনেক আগ্নেয়াস্ত্র। সঙ্গে ম্যাগাজ়িন, কার্তুজ এবং কিছু জালনোট। জেরায় জানা যায়, বিহার থেকে ওই আগ্নেয়াস্ত্র এবং জালনোট আনা হচ্ছিল দক্ষিণবঙ্গে! শুক্রবার এ নিয়ে শোরগোল বহরমপুরে।

ধৃতদের নাম আলফাজ় মণ্ডল এবং মনিকা বিবি। বাংলার দুই বাসিন্দা কিছু দিন আগে বিহারের মুঙ্গেরে গিয়েছিলেন। সেখান থেকে তাঁরা অস্ত্র নিয়ে ফরাক্কায় আসেন। ফরাক্কা থেকে বাসে চেপে বহরমপুরে ঢোকেন। ওই দু’জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। তল্লাশিতে মেলে ৮টি সেভেন পয়েন্ট ফাইভ এমএম পিস্তল এবং কার্তুজ। উদ্ধার হওয়া পিস্তলগুলির প্রত্যেকটিই নতুন। পাওয়া গিয়েছে ম্যাগাজ়িন, কার্তুজ এবং জালনোটও।

মুর্শিদাবাদ পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (লালবাগ) রসপ্রীত সিংহ বলেন, ‘‘গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার সকালে বহরমপুর থানার পুলিশ বহরমপুর স্টেডিয়াম সংলগ্ন এলাকা থেকে দু’জনকে গ্রেফতার করে। তাঁদের কাছে তল্লাশি করে উদ্ধার হয়েছে ৮টি সেভেন পয়েন্ট ফাইভ এমএম পিস্তল, ১৬টি ম্যাগাজিন, ১০০ রাউন্ড কার্তুজ এবং ১০ হাজার টাকার জালনোট। ধৃতেরা পশ্চিমবঙ্গেরই বাসিন্দা। জলঙ্গির ঘোষপাড়া এলাকায় তাঁদের বাড়ি।’’

ওই আগ্নেয়াস্ত্র এবং জালটাকা ঠিক কার কাছ থেকে এনেছিলেন অভিযুক্তেরা, কোথাও পাচারের ছক ছিল কি না, তা জানার চেষ্টা করছে পুলিশ। শুক্রবার ধৃতদের ১০ দিনের হেফাজতে চেয়ে বহরমপুর আদালতে হাজির করানো হয়েছে বলে খবর।

Crime Murshidabad West Bengal Police Arms Recovery
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy