Advertisement
০৩ মে ২০২৪
Domkol

Bengal Polls: ডোমকলে সিপিএম-তৃণমূল সংঘর্ষ, জখম অন্তত ৯

আহতদের মধ্যে ৮ জন সিপিএম কর্মী এবং ১ জন তৃণমূল কর্মী রয়েছেন বলে দাবি।

জখম এক ব্যক্তি। -নিজস্ব ছবি।

জখম এক ব্যক্তি। -নিজস্ব ছবি।

নিজস্ব সংবাদদাতা
ডোমকল শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২১ ১২:২১
Share: Save:

ভোট প্রচারে বেরোনোয় তৃণমূলের দুষ্কৃতীরা তাদের কর্মীদের উপর হামলা করেছে বলে অভিযোগ তুলল সিপিএম। দু’পক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে অভিযোগ। আহতদের মধ্যে ৮ জন সিপিএম কর্মী এবং ১ জন তৃণমূল কর্মী রয়েছেন বলে দাবি। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকল থানার ১৫ নং ওয়ার্ডের শেখালিপাড়া এলাকায়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
কী ঘটেছিল? সিপিএমের অভিযোগ, রাতে এলাকার কয়েকজন সিপিএম কর্মী ভোট প্রচারে বেরিয়েছিলেন। শেখলিপাড়ায় তাঁরা পৌঁছলে ১৫ নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর আশরাফুল বিশ্বাসের নেতৃত্বে এক দল তৃণমূল সমর্থক তাঁদের পথ আটকে দাঁড়ায় বলে অভিযোগ। তারপরই তাঁদের উপর হামলা চালানো হয় বলে দাবি সিপিএম কর্মী-সমর্থকদের।
এই ঘটনায় দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। তাতে দু’পক্ষের কয়েকজন আহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তারা।

মুর্শিদাবাদ জেলার তৃণমূল সভাপতি আবু তাহের খান বলেন, “ডোমকলে সিপিএম পুরনো চেহারায় ফিরে এসেছে। তাই ওরা এলাকায় সন্ত্রাস তৈরি করছে। সেই জন্যই আমাদের কর্মীদের উপর উদ্দেশ্যপ্রণোদিত ভাবে হামলা চালিয়েছে।’’

অন্য দিকে, সিপিএম জেলা সম্পাদক নৃপেন চৌধুরী বলেন, “তৃণমূল সন্ত্রাস তৈরি করে ভোট লুঠ করতে চাইছে। আর কয়েকটা দিন পরেই নির্বাচন। তাই সন্ত্রাস চালাচ্ছে তারা। আমাদের কর্মীদের মারধর করেছে। পুলিশকে বিষয়টি জানিয়েছি। দোষীদের শাস্তি হোক এটাই চাই।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Domkol
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE