গভীর রাতে এক তরুণীকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করার অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। ওই যুবককে পুলিশের হাতে তুলে দেন তরুণীর পরিবারের সদস্যেরা। কল্যাণীর ঘটনা। নির্যাতিতার মেডিক্যাল পরীক্ষা করানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয়দের দাবি, ওই তরুণীর সঙ্গে ধৃত যুবকের প্রেমের সম্পর্ক ছিল। যদিও তা অস্বীকার করেছে নির্যাতিতার পরিবার।
পরিবার সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে খাওয়াদাওয়া করে ঘুমোতে গিয়েছিলেন ১৯ বছরের তরুণী। মধ্যরাতে পরিবারের সদস্যেরা দেখেন, তরুণী নিজের বিছানায় নেই। সঙ্গে সঙ্গে তাঁকে খুঁজতে বার হন তাঁরা। তরুণীর মা এলাকার একটি স্কুলের পিছন থেকে তাঁকে বার হতে দেখেন। তাঁর পোশাক অবিন্যস্ত ছিল বলে জানিয়েছেন তরুণীর মা। তরুণীর পিছন পিছন ওই যুবক বার হচ্ছিলেন বলে অভিযোগ। যুবককে আটকে রেখে খবর দেওয়া হয় কল্যাণী থানায়। পুলিশ এসে অভিযুক্তকে আটক করে।
রবিবার সকালে ওই যুবকের বিরুদ্ধে কল্যাণী থানায় অভিযোগ দায়ের করেন তরুণীর বাবা-মা। তাঁদের অভিযোগ, বাড়ি থেকে ফোন করে তরুণীকে ডেকে নিয়ে গিয়েছিলেন অভিযুক্ত। তার পর ধর্ষণ করা হয় ওই তরুণীকে। সেই অভিযোগের ভিত্তিতে যুবককে গ্রেফতার করেছে কল্যাণী থানা।