মেয়ের বাড়ি থেকে ফেরার পথে লছিমনের ধাক্কায় মৃত্যু হল কাজলা বিবির (৪৫)। সোমবার বিকালে রানিতলা থানার পলাশি গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটে। মৃতার বাড়ি পাশের ভগবানগোলা থানার বলরামপুর গ্রামে। তাঁর মেয়ের বাড়ি মুর্শিদাবাদ থানার তেঁতুলিয়ায়। এ দিন বিকালে মেয়ের বাড়ি থেকে ছেলে তপন শেখের মোটর বাইকে চেপে ভগবানগোলা থানার বলরামপুর গ্রামের বাড়িতে ফিরছিলেন। লছিমনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান কাজলা বিবি। গুরুতর জখম হয় ছেলে তপন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে লালবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। লছিমন ফেলে দিয়ে চালক পলাতক বলে পুলিশ জানায়।