Advertisement
১৮ মে ২০২৪

অ্যাকাউন্টে টাকা, জানেন না মেয়েরা

না জানিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহারের অভিযোগ আনলেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। শুক্রবার তাঁরা ব্লক প্রশাসনকে লিখিত ভাবে জানান। প্রশাসন বিষয়টি খতিয়ে দেখার প্রতিশ্রুতি দিয়েছে।

নিজস্ব সংবাদদাতা
শক্তিপুর শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০১৬ ০১:৪০
Share: Save:

না জানিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহারের অভিযোগ আনলেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। শুক্রবার তাঁরা ব্লক প্রশাসনকে লিখিত ভাবে জানান। প্রশাসন বিষয়টি খতিয়ে দেখার প্রতিশ্রুতি দিয়েছে।

প্রসাদপুরের ২২টি স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের অ্যাকাউন্ট শক্তিপুর বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্কে খোলা হয়েছে। শুক্রবার তাঁরা পাশবই আপডেট করতে যান। আপডেট করার পর দেখেন তাঁদের সেভিংস অ্যাকাউন্টে সেপ্টেম্বরে কখনও ৫০ হাজার কখনও ১ লক্ষ টাকা জমা পড়েছে। পয়লা অক্টোবর সেই টাকা তুলেও নেওয়া হয়েছে।

বিষয়টি ব্যাঙ্ক কর্মীদের তা জানানো হলে তাঁরা কোনও সদুত্তর দিতে পারেননি। উল্টে তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ।

এরপর মেয়েরা ক্ষোভে ফেটে পড়েন। এক গোষ্ঠীর সদস্যা নাগির্স বেগম বলেন, ‘‘কেউই ওই টাকা জমা দেইনি বা তুলিনি। তা হলে কী ভাবে ওই টাকা এল?’’ তাঁরা বিডিওর কাছে অভিযোগ জানিয়েছেন।

বেলডাঙা ২ ব্লকের বিডিও দিলীপ বাগদি বলেন, ‘‘ওই ব্যাঙ্কের ম্যানেজারের কাছে এর ব্যাখ্যা চাওয়া হবে। সদুত্তর না পেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব।’’

ব্যাঙ্কের ম্যানেজার সুজিত মণ্ডলের ব্যাখ্যা, ‘‘প্রতিটি গোষ্ঠীর দু’টি অ্যাকাউন্ট থাকে। একটি সেভিংস ও অপরটি ক্যাশ ক্রেডিট। ক্যাশ ক্রেডিটে ফান্ড লিমিট থাকে। সেই লিমিট বজায় রাখতেই এটি করা হয়েছে। এর সঙ্গে গরমিলের কোনও সম্পর্ক নেই।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

self help group
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE