Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Uttarakhand Disaster

Uttarakhand disaster: উত্তরাখণ্ডের তুষারধসে মৃত্যু হল রাণাঘাটের প্রীতমের

প্রীতমের পরিবারের সদস্যরা জানিয়েছেন, ১১ অক্টোবর সন্ধ্যায় শেষ বার প্রীতমের সঙ্গে কথা হয়েছিল তাঁদের।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
রাণাঘাট শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২১ ০০:৩২
Share: Save:

উত্তরাখন্ডে ট্রেকিং করতে গিয়ে মৃত্যু হল রাণঘাটের এক যুবকের। মৃত যুবকের নাম প্রীতম রায়। তিনি রাণাঘাটের পায়রাডাঙার পূক্ব দোপালপুরের বাসিন্দা। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন তিনি।

পরিবার সূত্রে জানা গিয়েছে, বরাবরই পাড়াহে ঘুরতে যাওয়া নেশা ছিল প্রীতমের। এ বার তিনি উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়েছিলেন। তাঁর সঙ্গে ছিলেন হাওড়ার বাগনানের বাসিন্দা সাগর দে (২৭), সরিৎশেখর দাস (৩৫) ও চন্দ্রশেখর দাস (৩৪)।

প্রীতমের পরিবারের সদস্যরা জানিয়েছেন, ১১ অক্টোবর সন্ধ্যায় শেষ বার প্রীতমের সঙ্গে কথা হয়েছিল তাঁদের। জাইকুনি পৌঁছে ২০ অক্টোবর ফোন করার কথা ছিল তাঁদের। ২০ অক্টোবরই তুষারধসে বিপর্যস্ত হয় উত্তরাখণ্ডের বিভিন্ন এলাকা। তখন থেকেই আর খোঁজ পাওয়া যায়নি প্রীতমের।

প্রীতমের বাবা অবসরপ্রাপ্ত গ্রামীণ চিকিৎসক প্রমীলকান্তি রায় এবং মা রীতাদেবী কান্নায় ভেঙে পড়েছেন। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে রাণাঘাটের ওই এলাকায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Uttarakhand Disaster trekking Ranaghat
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE