Advertisement
৩০ এপ্রিল ২০২৪

আট দিনেও খোঁজ মিলল না যুবকের

মাসির বাড়ি থেকে নিখোঁজ হলেন কৃষ্ণনগরের পানিনালার বছর ছাব্বিশের এক যুবক। নিখোঁজ ওই যুবকের নাম শুকদেব ঘোষ। এ বিষয়ে কোতোয়ালি থানায় নিখোঁজ ডায়েরি করেছেন ওই যুবকের বাবা শম্ভু ঘোষ।

নিজস্ব সংবাদদাতা
কৃষ্ণনগর শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০১৭ ০১:২৮
Share: Save:

মাসির বাড়ি থেকে নিখোঁজ হলেন কৃষ্ণনগরের পানিনালার বছর ছাব্বিশের এক যুবক। নিখোঁজ ওই যুবকের নাম শুকদেব ঘোষ। এ বিষয়ে কোতোয়ালি থানায় নিখোঁজ ডায়েরি করেছেন ওই যুবকের বাবা শম্ভু ঘোষ।

গত ২৯ মার্চ ধুবুলিয়ার শঙ্করপুরের মাসির বাড়ি থেকে শুকদেব নিখোঁজ হন। গত আট দিনেও ওই যুবকের কোনও খোঁজ মেলেনি। কোতোয়ালি থানার পুলিশ জানিয়েছে, কিছু সূত্র মিলেছে। ওই যুবকের খোঁজ চলছে।

কী ঘটেছিল? শম্ভু ঘোষ জানান, তাঁর দুই ছেলের মধ্যে শুকদেব বড়। সে নিজের একটি মারুতি গাড়ি ভাড়া খাটায়। নিজেই সেই গাড়ি চালাত শুকদেব। পানিনালায় সে ভাবে ভাড়া না পাওয়া যায় না। তাই শুকদেব বছর খানেক আগে ধুবুলিয়ার শঙ্করপুরে তার মাসির বাড়িতে গাড়ি নিয়ে চলে যায়। মাঝেমধ্যে গ্রামের বাড়িতে আসতেন। গত ২৯ মার্চ দুপুরে শুকদেব মাসির বাড়িতে গাড়ি রেখে কৃষ্ণনগরে আসেন। কিন্তু তারপর থেকে তাঁকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। ওই যুবকের মাসি ফোন করে জানতে পারেন তিনি সেখানে নেই। শম্ভুবাবু বলেন, “সে দিন রাত হয়ে গেলেও ছেলে তার মাসির বাড়ি ফেরেনি। তা দেখে ওর মাসি আমাকে ফোন করে পুরো ঘটনা জানায়। এর পরে বিভিন্ন আত্মীয়ের বাড়িতে খোঁজ শুরু করি। শেষ পর্যন্ত গত ৩১ মার্চ কোতোয়ালি থানায় নিখোঁজ ডায়েরি করেছি।”

ওই যুবকের এক আত্মীয়ের দাবি, শুকদেব মোবাইলটি সঙ্গে করে নিয়ে গিয়েছে। তবে মোবাইলের সিমটি গাড়িতেই পড়ে রয়েছে। জেলা পুলিশের এক পদস্থা কর্তা বলছেন, ‘‘সিম কার্ডটি ওই যুবকের সঙ্গে থাকলে তদন্তে সুবিধা হত। তবুও বেশ কিছু গুরুত্বপূর্ণ সূত্র মিলেছে। আশা করি দ্রুত ওই যুবকের সন্ধান মিলবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Youth Missing
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE