Advertisement
০৬ মে ২০২৪

অনলাইনে ভর্তি জঙ্গিপুর কলেজে

এসএফআই, ছাত্র পরিষদ ও তৃণমূল ছাত্র পরিষদের চাপে ভর্তি প্রক্রিয়ায় পূর্ব সিদ্ধান্ত থেকে সরে এল জঙ্গিপুর কলেজ। শুক্রবার কলেজের পরিচালন সমিতির সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে, কলেজে এবার থেকে ভর্তি হবে অনলাইনেই। বুধবার কলেজের পক্ষ থেকে পুরনো পদ্ধতি মেনেই অফলাইনে ভর্তির কথা ঘোষণা করা হয়। তা নিয়ে আপত্তি তোলে এসএফআই নিয়ন্ত্রিত ছাত্র সংসদ।

নিজস্ব সংবাদদাতা
রঘুনাথগঞ্জ শেষ আপডেট: ০৭ জুন ২০১৪ ০০:১৯
Share: Save:

এসএফআই, ছাত্র পরিষদ ও তৃণমূল ছাত্র পরিষদের চাপে ভর্তি প্রক্রিয়ায় পূর্ব সিদ্ধান্ত থেকে সরে এল জঙ্গিপুর কলেজ। শুক্রবার কলেজের পরিচালন সমিতির সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে, কলেজে এবার থেকে ভর্তি হবে অনলাইনেই। বুধবার কলেজের পক্ষ থেকে পুরনো পদ্ধতি মেনেই অফলাইনে ভর্তির কথা ঘোষণা করা হয়। তা নিয়ে আপত্তি তোলে এসএফআই নিয়ন্ত্রিত ছাত্র সংসদ। সংগঠনের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য দেবাশিস রায় বলেন, “অনলাইনে ছাত্র ভর্তি হলে সুবিধা হবে ছাত্রছাত্রীদের। কলেজেও রাজনৈতিক অশান্তির আশঙ্কা কমবে। তাই কলেজের পূর্ব ঘোষণাতে আপত্তি জানাই আমরা। কলেজে সুস্থ পরিবেশ রাখার স্বার্থেই অনলাইনে ভর্তির সিদ্ধান্তে আমরা খুশি।”

জঙ্গিপুর কলেজে মোট ৩৫ টি আসনের মধ্যে এসএফআই-এর দখলে ২৫টি। বাকি ১০টি ছাত্র পরিষদের দখলে। গত কয়েক বছরে জঙ্গিপুর কলেজে ছাত্র ভর্তি নিয়ে বার বার সংঘর্ষ বেধেছে। অশান্তির জেরে জারি করতে হয়েছে ১৪৪ ধারাও। মামলা, পাল্টা মামলা, অধ্যক্ষ হেনস্থা- বাকি ছিল না কিছুই। পুলিশ মোতায়েন করেও কলেজের স্বাভাবিক পঠনপাঠন চালানো যায়নি। এই অবস্থায় জঙ্গিপুর কলেজে অনলাইন ভর্তির ব্যবস্থাকে স্বাগত জানিয়েছে বিরোধী দল ছাত্র পরিষদ। সংগঠনের জঙ্গিপুর শহরের সভাপতি সৌরভ চক্রবর্তী বলেন , ‘‘আমরা বহু আগে থেকেই এ দাবি জানিয়ে আসছি। ছাত্র স্বার্থে অত্যন্ত ভাল একটি সিদ্ধান্ত এটি।”

রাজ্য সরকার সিদ্ধান্ত বদল করলেও জঙ্গিপুর কলেজে অনলাইনে ছাত্র ভর্তির সিদ্ধান্তকে অত্যন্ত সঠিক বলে সমর্থন জানিয়েছেন তৃণমুল জেলা শিক্ষা সেলের চেয়ারম্যান তথা জঙ্গিপুর কলেজের পরিচালন সমিতির সদস্য সেখ ফুরকান। তিনি বলেন, “কলেজে অনলাইন ভর্তির সিদ্ধান্তকে সর্বতো ভাবে সমর্থন জানিয়েছি। আমার মতে স্বচ্ছতার স্বার্থে যেখানে সম্ভব সেখানেই অনলাইনে ভর্তি চালু করা উচিত। শিক্ষাক্ষেত্রে রাজনৈতিক দাপাদাপি যত কম থাকে ততই মঙ্গল।’

কলেজের অধ্যক্ষ অসীম মণ্ডল বলেন, ‘‘কলেজের নিজস্ব ওয়েবসাইট রয়েছে। কিন্তু তা দিয়ে অনলাইন ভর্তি করা যাবে না। অথচ সব ছাত্র সংগঠনই চাইছে অনলাইনে ভর্তি কার হোক। শুক্রবার পরিচালন সমিতিতে এ নিয়ে সিদ্ধান্ত হয়েছে।” তিনি জানান, ওয়েবসাইট আপডেট করে অনলাইন ব্যবস্থা চালু করতে ইতিমধ্যেই বহরমপুরের একটি সংস্থার সঙ্গে চুক্তির কথা হয়ে গিয়েছে। ১০ জুন থেকে ওয়েব সাইট চালু করে ভর্তি প্রক্রিয়া শুরু করে দেওয়া হবে। ১৬ জুন পর্যন্ত ভর্তির আবেদন করা যাবে। ২৪ জুন প্রভিশনাল ওয়েবসাইটে দেওয়া হবে মেধা তালিকা। ২৬ জুন বের হবে চূড়ান্ত মেধাতালিকা। ৩০ জুন বিজ্ঞান ও বাণিজ্য এবং ২ জুলাই কলা বিভাগে কাউন্সেলিং হবে।

কলেজ পরিচালন সমিতির সভাপতি ভজন সরকার বলেন , ‘‘অনলাইন চালুর প্রস্তাবকে শাসক, বিরোধী সব ছাত্র সংগঠন সমর্থন জানিয়েছে বলেই এই সিদ্ধান্ত নেওয়া সহজ হয়েছে। আমরা ভর্তি নিয়ে অনেকটাই ভারমুক্ত। আশা করছি এবছর কলেজ চালাতে আর পুলিশ ডাকতে হবে না।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

raghunathgang online admission jangipur college
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE