করিমপুর চক্রের আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ও শিশু শিক্ষাকেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হল শুক্রবার। করিমপুর রেগুলেটেড মার্কেটের মাঠে ওই খেলায় ৮৫ টি স্কুলের প্রায় চারশো ছাত্রছাত্রী যোগ দেয়। একই দিনে তেহট্ট-২ চক্রের আন্তঃপ্রাথমিক বিদ্যালয়ের ৪৪তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হল দেবনাথপুর মিশর স্মৃতি সঙ্ঘের মাঠে। তেহট্ট নতুন চক্রের ৩৩ তম ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল পলাশিপাড়া ফুটবল মাঠে। চক্রের ৭৬টি স্কুল ও ২৩টি শিশু শিক্ষাকেন্দ্রের পড়ুয়া যোগ দিয়েছিল ওই খেলায়।