Advertisement
E-Paper

পড়ুয়ারা চাইছেন, অনলাইনেই তাই ভর্তি কৃষ্ণনাথ কলেজে

মুর্শিদাবাদ জেলার একমাত্র কলেজ হিসেবে বহরমপুর কৃষ্ণনাথ কলেজে অনলাইন ভর্তি প্রক্রিয়া চালু হচ্ছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ জুন ২০১৪ ০১:০০
অনলাইনে ভর্তির প্রস্তুতি কৃষ্ণনাথ কলেজে। ছবি: গৌতম প্রামাণিক।

অনলাইনে ভর্তির প্রস্তুতি কৃষ্ণনাথ কলেজে। ছবি: গৌতম প্রামাণিক।

মুর্শিদাবাদ জেলার একমাত্র কলেজ হিসেবে বহরমপুর কৃষ্ণনাথ কলেজে অনলাইন ভর্তি প্রক্রিয়া চালু হচ্ছে।

কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধীনে মুর্শিদাবাদে ২৪টি কলেজ রয়েছে। তার মধ্যে কৃষ্ণনাথ কলেজে শনিবার সকাল ১০টা থেকে অনলাইন ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে। ভারপ্রাপ্ত অধ্যক্ষ কল্যাণাক্ষ ঘোষ বলেন, “বিশ্ববিদ্যালয় স্তরে কেন্দ্রীয় ভাবে কাউন্সেলিং-এর পরে ছাত্রছাত্রী ভর্তি করার ব্যাপারে আলোচনা চলছিল। ফলে অনলাইন ছাত্র ভর্তি নিয়ে মানসিক ভাবে আমরা প্রস্তুত ছিলাম। পরে সরকারের পক্ষ থেকে বিষয়টি বাধ্যতামূলক নয় বলে জানানো হয়। কিন্তু অনলাইন ছাত্র ভর্তির বিষয়ে দেখলাম শিক্ষক-শিক্ষাকর্মী সকলেই আগ্রহী। ছাত্র সংগঠনগুলিও বিরোধিতা করেনি। ফলে কলেজে অন-লাইন প্রক্রিয়া ভর্তি করতে আমাদের আর কোনও বাধা রইল না।”

আগামী ৭ জুন ১০টা থেকে অনলাইনে ফর্ম পূরণ করা যাবে। পরে চালানের স্লিপ কলেজে এসে জমা দেওয়ার জন্য দিন ঠিক হয়েছে আগামী ৮-১৪ জুন সকাল ১১টা থেকে ২টো পর্যন্ত। মেধা তালিকা প্রকাশিত হবে ১৭ জুন ১২টায়। কলা ও বিজ্ঞান শাখায় অনার্সের কাউন্সেলিং ২১-২২ জুন। জেনারেল কোর্সের কাউন্সেলিং কবে হবে, তা জানিয়ে দেওয়া হবে ২২ জুন। কলেজে এখন পার্ট-২ পরীক্ষা চলছে বলে ২২ জুন রবিবার হওয়া সত্ত্বেও কাউন্সেলিং-এর জন্য ছুটির দিনকেই বেছে নেওয়া হয়েছে। কৃষ্ণনাথ কলেজের ওয়েবসাইট www.krishnath-college.org

যদিও গত দু’বছর ধরে ডাউনলোড করে ফর্ম জমা দেওয়া যেত কৃষ্ণনাথ কলেজে। এবারই প্রথম অনলাইন ছাত্র ভর্তি প্রক্রিয়া শুরু হল।

একই ভাবে গত দু’বছরের মত লালবাগ সুভাষচন্দ্র সেন্টেনারি কলেজে এ বারও অনলাইনে ফর্ম ডাউনলোড করার সুযোগ রয়েছে। তবে অনলাইনে ভর্তি করার মতো পরিকাঠামো হয়নি এখনও। অধ্যক্ষ প্রভাস সামন্ত জানান, www.scbcc.org.in ওয়েবসাইটে ফর্ম ডাউনলোড করলেই সমস্ত প্রশ্নের উত্তর মিলবে। গত ৫ জুন দুপুর ১২টা থেকে ফর্ম ডাউনলোড শুরু হয়েছে।

এর আগে বিশ্ববিদ্যালয় স্তরে কেন্দ্রীয় ভাবে কাউন্সেলিং-এর পরে ছাত্রছাত্রী ভর্তি করার ব্যাপারে গত ১৪ মে কৃষ্ণনাথ কলেজে আলোচনা হয়েছিল। সেখানে জেলার সমস্ত কলেজ অধ্যক্ষ উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের পক্ষে ছিলেন পরীক্ষা নিয়ামক বিমলেন্দু বিশ্বাস। ফলে অনলাইন ভর্তির ব্যাপারে সমস্ত কলেজ কর্তৃপক্ষের চূড়ান্ত প্রস্তুতি ছিল। এ প্রসঙ্গে রানি ধ্বন্যাকুমারী কলেজ অধ্যক্ষ অজয় অধিকারী বলেন, “সফট্ওয়্যার ডেভলপমেন্ট করার পরে অন-লাইন ভর্তি প্রক্রিয়া চালু করতে পরিকাঠামো গড়ে তুলতে ন্যূনতম মাস খানেক সময় লাগার কথা। ফলে দ্রুত পরিকাঠামো তৈরি করা সম্ভব হয়নি। ওই পরিকাঠামোগত অভাবের কারণে এবারে তাই অনলাইন ভর্তি প্রক্রিয়া চালু করা সম্ভব হয়নি।” তবে ৫-১৫ জুন ফর্ম দেওয়া ও নেওয়া চলবে। মেধা তালিকা প্রকাশ ২৩ জুন। কাউন্সেলিং-এর দিন এখনও সিদ্ধান্ত হয়নি।

বহরমপুর গার্লস কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেয়া ঘটক বলেন, “অনলাইন ভর্তির মতো পরিকাঠামো তৈরি করা হয়ে ওঠেনি। তবে আগামী ৬-১৩ জুন একই সঙ্গে ফর্ম দেওয়া-নেওয়া শুরু হয়েছে। মেধা তালিকা প্রকাশ ২৪ জুন। বিজ্ঞান শাখার কাউন্সেলিং হবে ২৬ জুন এবং কলা বিভাগের ২৭ ও ২৮ জুন।

জিয়াগঞ্জ শ্রীপৎ সিংহ কলেজে অনলাইন ফর্ম ডাউনলোড করার সুযোগ রয়েছে। সেক্ষেত্রে www.ss-college.org ওয়েবসাইটে যেতে হবে। এর পাশাপাশি ৩-১২ জুন ফর্ম বিলি এবং ৪-১৩ জুন ফর্ম জমা নেওয়া হবে। ২৪ জুন মেধা তালিকা ও কাউন্সেলিং ২৫-২৮ ও ৩০ জুন। লালগোলা কলেজ অধ্যক্ষ জগন্নাথ ভট্টাচার্য বলেন, “www.lalgolacollege.org ওয়েবসাইটে অন-লাইন ফর্ম ডাউনলোড করা যাবে। সেই সঙ্গে ৬-১৩ জুন ফর্ম বিলি ও ১০-১৬ জুন ফর্ম জমা নেওয়া হবে। ১৭-২৩ জুন জেনারেল কোর্সে সরাসরি ভর্তি হবে। ভর্তির সময়ে ফর্ম জমা নেওয়া হবে। অনার্সের মেধা তালিকা ২৩ জুন এবং কাউন্সেলিং হবে ২৭-২৮ জুন।”

কান্দি রাজ কলেজ অধ্যক্ষ সুস্মিতা ঠাকুর বলেন, “কম সময়ের মধ্যে অনলাইন ভর্তি প্রক্রিয়া চালু করা সম্ভব হয়নি। তার মধ্যে টিউশন ফি হিসেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৫০ শতাংশ করে কেটে নেওয়ায় কলেজ আর্থিক অনটনের মধ্যে দিয়ে যাচ্ছে। তবে অনলাইন ভর্তি প্রক্রিয়া চালু হলে ভালই হত।” এই অবস্থায় কলেজে আগামী ৯ জুন থেকে ফর্ম বিলি শুরু হবে। জমা নেওয়া হবে ১২ জুন থেকে। ধুলিয়ান নূর মহম্মদ স্মৃতি মহাবিদ্যালয় অধ্যক্ষ অমিত ভৌমিক বলেন, “প্রত্যন্ত এলাকার কলেজ হিসেবে পরিকাঠামো তৈরি করে অনলাইন ছাত্র ভর্তি প্রক্রিয়া চালু করা সম্ভব হয়নি। তবে বিশ্ববিদ্যালয় স্তরে অনলাইন ভর্তি প্রক্রিয়া চালু হলে ভালই হত।” একই সঙ্গে ফর্ম বিলি ও জমা নেওয়া চলবে ৭-১১ জুন পর্যন্ত। মেধা তালিকা ১৯ জুন এবং কাউন্সেলিং হবে ২৩ জুন। ফরাক্কা প্রফেসর সৈয়দ নুরুল হাসান কলেজের অধ্যক্ষ ক্যাপ্টেন শিবাশিস বন্দ্যোপাধ্যায় বলেন, “ফর্ম বিলি ৬-১১ জুন পর্যন্ত। জমা চলবে ৯-১৬ জুন পর্যন্ত। ৯ জুন থেকে জেনারেল কোর্সে সরাসরি ভর্তি নেওয়া হবে। তবে মেধা তালিকা ও কাউন্সেলিং কবে হবে, তা এখনও সিদ্ধান্ত হয়নি।”

online form krishnanath college berhampore baharampur
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy