২০১৫ সালের ‘শিশুমিত্র বিদ্যালয় পুরস্কার’ জিতল মুর্শিদাবাদের তিনটি স্কুল। গত মঙ্গলবার কলকাতা টাউন হলে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের হাত থেকে ‘শিশুমিত্র’ পুরস্কার গ্রহণ করেন কোদলা বিজয়কৃষ্ণ আদর্শ (উচ্চ মাধ্যমিক) বিদ্যালয়। প্রাথমিক স্কুলস্তরে ওই পুরস্কার পেয়েছে সহেবনগর-গোয়ালপাড়া ও কান্দিপাড়া। কোদালা আদর্শ বিদ্যালয়ের শিক্ষক সুভাষ সিমলন্দি জানান, সবুজায়ন, শিশু সংসদ, পরিশ্রুত পানীয় জল-সহ ১৬টি বিভাগের অবস্থা দেখে শিশুমিত্র পুরস্কারের জন্য মনোনীত করা হয়।