Advertisement
২০ এপ্রিল ২০২৪

সীমান্তের মাঠে জমজমাট ফুটবল

জমে উঠেছে সীমান্তের ফুটবল। মুরুটিয়ার বালিয়াডাঙা ইয়ংস্টার ক্লাবের উদ্যোগে গত শনিবার শুরু হয়েছিল দু’দিনের ফুটবল প্রতিযোগিতা। রবিবার সেই খেলা শেষ হল। বালিয়াডাঙা উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত এই খেলায় যোগ দিয়েছিল এলাকার আটটি দল। দলগুলি হল বনগাঁ আদিবাসী ক্লাব, বারনিয়া সবুজ সঙ্ঘ, নাজিরপুর আদিবাসী সঙ্ঘ, গোয়াস আদিবাসী সমাজ, মালিয়ানতলা আদিবাসী ক্লাব, বালিয়াডাঙা আদিবাসী ক্লাব, মাদপুর আদিবাসী সঙ্ঘ ও আরবপুর আদিবাসী ক্লাব।

নিজস্ব সংবাদদাতা
করিমপুর শেষ আপডেট: ২০ অক্টোবর ২০১৪ ০০:১৫
Share: Save:

জমে উঠেছে সীমান্তের ফুটবল। মুরুটিয়ার বালিয়াডাঙা ইয়ংস্টার ক্লাবের উদ্যোগে গত শনিবার শুরু হয়েছিল দু’দিনের ফুটবল প্রতিযোগিতা। রবিবার সেই খেলা শেষ হল।

বালিয়াডাঙা উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত এই খেলায় যোগ দিয়েছিল এলাকার আটটি দল। দলগুলি হল বনগাঁ আদিবাসী ক্লাব, বারনিয়া সবুজ সঙ্ঘ, নাজিরপুর আদিবাসী সঙ্ঘ, গোয়াস আদিবাসী সমাজ, মালিয়ানতলা আদিবাসী ক্লাব, বালিয়াডাঙা আদিবাসী ক্লাব, মাদপুর আদিবাসী সঙ্ঘ ও আরবপুর আদিবাসী ক্লাব।

নক আউট খেলে চারটি দল সেমি-ফাইনালে ওঠে। প্রথম সেমি ফাইনালে মালিয়ানতলা আদিবাসী ক্লাবের সাথে গোয়াস আদিবাসী সমাজ ও দ্বিতীয় সেমি-ফাইনালে বনগাঁ আদিবাসী ক্লাবের সাথে নাজিরপুর আদিবাসী সঙ্ঘের খেলা হয়। ফাইনালে টাইব্রেকারে মালিয়ানতলা আদিবাসী ক্লাবকে ১-০ গোলে হারিয়ে জয়ী নাজিরপুর আদিবাসী সঙ্ঘ।

আয়োজক ক্লাবের পক্ষ থেকে চ্যাম্পিয়ন দলকে নগদ চার হাজার টাকা ও রানার্স দলকে তিন হাজার টাকা পুরস্কার দেওয়া হয়। অন্যদিকে মোবারকপুর কলোনি উচ্চ বিদ্যালয়ের মাঠে একদিনের ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেছিল তেহট্টের হরিপুর মহাপ্রাণ যোগেন্দ্র স্মৃতি সঙ্ঘ। ওই খেলায় যোগদানকারী আটটি দল হল বিনোদনগর নিউ আজাদ সঙ্ঘ, বেতাই ডঃ বিআর আম্মেদকর, মোবারকপুর গুরু চাঁদ সেবা সঙ্ঘ, বলরামপুর স্বামী বিবেকানন্দ স্মৃতি সঙ্ঘ, দিঘলকান্দি কিশোর সঙ্ঘ, বেতাই ফ্রেন্ডশিপ ক্লাব, চাপড়া ছাত্র একাদশ ও লালবাজার বাপ্পা একাদশ।

প্রথমে নকআউট খেলায় চারটি দল সেমি ফাইনালে ওঠে। শেষে ফাইনালে বলরামপুর স্বামী বিবেকানন্দ স্মৃতি সঙ্ঘ ১-০ গোলে বেতাই ফ্রেন্ডশিপ ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। চ্যাম্পিয়ন দলকে ট্রফি ও নগদ দশ হাজার এক টাকা ও রানার্স দলকে ট্রফির সাথে নগদ সাত হাজার এক টাকা পুরস্কার দেওয়া হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

border football karimpur
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE