Advertisement
১৬ মে ২০২৪

সাংসদের শাস্তির দাবিতে বিক্ষোভ

সাংসদ তাপস পালের কুকথার প্রতিবাদে রাস্তায় নামল বিভিন্ন রাজনৈতিক দল। মঙ্গলবার দুপুরে বেশ কিছু এসইউসি সমর্থক মিছিল করে যান নদিয়া জেলা প্রশাসনিক ভবনে। সেখানে তাঁরা স্লোগান দিতে দিতে জেলাশাসকের কক্ষের সামনে চলে যান। পরে তাঁরা জেলাশাসকের কাছে তাপস পালের সাংসদ পদ কেড়ে নেওয়া ও তাঁকে গ্রেফতারের দাবিতে ডেপুটেশন জমা দেন।

কৃষ্ণনগর জেলাশাসকের অফিসে বিক্ষোভ। ছবি: সুদীপ ভট্টাচার্য

কৃষ্ণনগর জেলাশাসকের অফিসে বিক্ষোভ। ছবি: সুদীপ ভট্টাচার্য

নিজস্ব সংবাদদাতা
কৃষ্ণনগর শেষ আপডেট: ০২ জুলাই ২০১৪ ০১:২৮
Share: Save:

সাংসদ তাপস পালের কুকথার প্রতিবাদে রাস্তায় নামল বিভিন্ন রাজনৈতিক দল।

মঙ্গলবার দুপুরে বেশ কিছু এসইউসি সমর্থক মিছিল করে যান নদিয়া জেলা প্রশাসনিক ভবনে। সেখানে তাঁরা স্লোগান দিতে দিতে জেলাশাসকের কক্ষের সামনে চলে যান। পরে তাঁরা জেলাশাসকের কাছে তাপস পালের সাংসদ পদ কেড়ে নেওয়া ও তাঁকে গ্রেফতারের দাবিতে ডেপুটেশন জমা দেন। একই সঙ্গে এদিন বামফ্রন্টের প্রতিনিধিদল জেলাশাসক ও পুলিশ সুপারের সঙ্গে দেখা করে নিরাপত্তার দাবিতে ডেপুটেশন দেন। পাশাপাশি এদিন বিকেলে মিছিল বের করে সিপিএম-এর যুব ও মহিলা সংগঠন। তারা কৃষ্ণগরের পোস্ট অফিস মোড়ে তাপস পালের কুশপুত্তলিকা দাহ করে।

প্রতিবাদ বিক্ষোভ কৃষ্ণনগরে।

পাশাপাশি ওই সময় তাপসবাবুর পাশে কৃষ্ণনগর জেলা আদালতের অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর মিলন ঘোষের উপস্থিতি নিয়েও প্রশ্ন তুলছে বিরোধীরা। ডিওয়াইএফ-এর জেলা সম্পাদক সুমিত বিশ্বাস বলেন, ‘‘একজন আইনের রক্ষাকর্তাকে যে ভাবে তাপস পালের ওই মন্তব্য রাখার সময় হাসতে দেখা যাচ্ছে, তাতে আমরা শঙ্কিত হয়ে পড়ছি।” যদিও বিষয়টি নিয়ে মন্তব্য করতে চাননি মিলনবাবু। মঙ্গলবার রাতে কৃষ্ণনগরের কোতোয়ালি থানায় মহিলা সমিতির ১৫ জন সদস্য তাপস পালের এই মন্তব্যের পরে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জেনারেল ডায়েরি করেছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

tmc protest hate speech tapas pal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE