Advertisement
০৭ মে ২০২৪

সম্মেলনের আগে রদবদল সিপিএমে

দলের ২০০ জন সদস্যকে বহিষ্কার করা হয়েছে। ১৬৩ জনের সদস্য পদ নবীকরণ করার আর্জি নাকচ করা হয়েছে। তবুও এই ‘ঘোর দুর্দিনে’ মুর্শিদাবাদ জেলায় সিপিএমের সদস্য সংখ্যা বেড়েছে ১৯৫৮ জন। গত বছর যেখানে দলীয় সদস্যপদ ছিল ১৫,১৮২, এ বারে এখনও পর্যন্ত তা বেড়ে দাঁড়িয়েছে ১৭১৪০।

প্রস্তুতি রঘুনাথগঞ্জের ম্যাকেঞ্জি ময়দানে

প্রস্তুতি রঘুনাথগঞ্জের ম্যাকেঞ্জি ময়দানে

নিজস্ব সংবাদদাতা
রঘুনাথগঞ্জ শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০১৫ ০০:২৭
Share: Save:

দলের ২০০ জন সদস্যকে বহিষ্কার করা হয়েছে। ১৬৩ জনের সদস্য পদ নবীকরণ করার আর্জি নাকচ করা হয়েছে। তবুও এই ‘ঘোর দুর্দিনে’ মুর্শিদাবাদ জেলায় সিপিএমের সদস্য সংখ্যা বেড়েছে ১৯৫৮ জন।

গত বছর যেখানে দলীয় সদস্যপদ ছিল ১৫,১৮২, এ বারে এখনও পর্যন্ত তা বেড়ে দাঁড়িয়েছে ১৭১৪০। শুধু তাই নয়, শাখা কমিটির সংখ্যাও ১৬৮২ থেকে বাড়িয়ে ১৭০৯ করা হয়েছে। ১৬৫ লোকাল কমিটি বেড়ে দাঁড়িয়েছে ১৬৮। ২৪ থেকে জোনাল কমিটি বেড়ে হয়েছে ২৫। এমন অবস্থায় সোমবার থেকে রঘুনাথগঞ্জে শুরু হচ্ছে সিপিএমের ২১তম জেলা সম্মেলন। সম্মেলন চলবে বুধবার পর্যন্ত। সম্মেলনের প্রথম দিন ম্যাকেঞ্জি ময়দানে প্রকাশ্য সভায় উপস্থিত থাকবেন দলের রাজ্য সম্পাদক বিমান বসু।

এই প্রথম সিপিএমের জেলা সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে রঘুনাথগঞ্জ শহরে। জোনাল কমিটি থেকে ৩৫ জন দলীয় সদস্য পিছু ১ জন হিসেবে ৪৮০ জন প্রতিনিধি যোগ দেবেন এ বারের সম্মেলনে। প্রতিনিধি সম্মেলন চলবে ম্যাকেঞ্জি লাগোয়া রবীন্দ্র ভবনে। জেলা সম্পাদক মৃগাঙ্ক ভট্টাচার্য বলেন, “মুর্শিদাবাদ জেলায় দলবিরোধী ও নিষ্ক্রিয়তার কারণে ২০০ জন দলীয় সদস্যকে দল থেকে বহিষ্কার করতে হয়েছে। ১৬৩ জনের সদস্যপদ পুনর্নবীকরণ করেনি দল। তবে বহিষ্কৃতদের মধ্যে জেলা কমিটির কোনও নেতা নেই। তা সত্ত্বেও জেলায় শাখা ও জোনাল কমিটির সংখ্যা বাড়াতে হয়েছে। বহু কমিটির এলাকার পুনর্বিন্যাস ঘটেছে। আবার সাংগঠনিক গুরুত্ব বাড়াতে ভরতপুর জোনাল কমিটিকে ভেঙে সালারকে আলাদা জোনাল কমিটির মর্যাদা দেওয়া হয়েছে।” মৃগাঙ্কবাবু জানান, প্রায় শতাধিক কমিটির সম্পাদক পদে মুখ পরিবর্তন হয়েছে। অপেক্ষাকৃত তরুণদের নিয়ে আসা হয়েছে কমিটিতে। আবার তিন বারের বেশি সম্পাদক পদে থাকা যাবে না, এই নিয়মেও বাদ পড়েছেন অনেকেই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

party convention raghunathgunj cpm
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE