E-Paper

পুলিশের সঙ্গে বচসা, গুঞ্জনে ফের নওসাদ

বিধানসভা থেকে মুখ্যমন্ত্রীর বেরোনোর জন্য নির্দিষ্ট পথে ছিল নওসাদের গাড়ি। তা নিয়েই বুধবার বিকেলে অশান্তি বাধে। কর্তব্যরত পুলিশ আধিকারিকেরা গাড়ি সরানো নিয়ে অসম্মানজনক ব্যবহার করেছেন বলে অভিযোগ করেন নওসাদ।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ মার্চ ২০২৫ ০৮:২৭
নওসাদ সিদ্দিকী।

নওসাদ সিদ্দিকী। —ফাইল চিত্র।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যাত্রাপথে গাড়ি রাখা নিয়ে পুলিশের সঙ্গে বিবাদে জড়ালেন আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকী। সম্প্রতি নবান্নে নওসাদের সঙ্গে বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী। তার পরে দু’দিন আগে ফুরফুরা শরিফে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে ইফতারের আসরে যাননি নওসাদ ও তাঁর দাদা পীরজাদা আব্বাস সিদ্দিকী। এই ঘটনাপ্রবাহের পরে নানা ভাবে ফের নওসাদের উপরে ‘চাপ’ তৈরি করা হচ্ছে বলে রাজনৈতিক শিবিরের একাংশের মত।

বিধানসভা থেকে মুখ্যমন্ত্রীর বেরোনোর জন্য নির্দিষ্ট পথে ছিল নওসাদের গাড়ি। তা নিয়েই বুধবার বিকেলে অশান্তি বাধে। কর্তব্যরত পুলিশ আধিকারিকেরা গাড়ি সরানো নিয়ে অসম্মানজনক ব্যবহার করেছেন বলে অভিযোগ করেন নওসাদ। এবং সেই অভিযোগেই নিজের গাড়ি সরাতে অস্বীকার করেন তিনি। গাড়ি সরাতে পুলিশের ক্রেন নিয়ে আসা হয়। এ দিকে খবর পেয়ে মন্ত্রী অরূপ বিশ্বাস গিয়ে নওসাদকে বোঝানোর চেষ্টা করলেও বিধায়ক নিজের অবস্থানে অনড় ছিলেন। পুলিশ অবশ্য নির্দিষ্ট সময়ে মুখ্যমন্ত্রীর কনভয় বার করে দেয়।

এরই মধ্যে পীরজাদা ত্বহা সিদ্দিকী মন্তব্য করেছেন, তিনি মনে করেন মমতার কথা শুনে নওসাদকে চলতে হবে। না হলে ভাঙড়ে নওসাদের বিরুদ্ধে বিধানসভা নির্বাচনে ফুরফুরার পীর পরিবারের কাউকে মুখ্যমন্ত্রী দাঁড় করাতে পারেন বলেও তিনি মনে করেন। ত্বহার এই মন্তব্য ঘিরে নানা গুঞ্জন শুরু হয়েছে। যদিও ফুরফুরায় রাতে এই প্রেক্ষিতে নওসাদের জবাব, “আমি কাউকে মানি না। শুধু উপরওয়ালাকে বিশ্বাস করি। উনি যেটা করবেন, করবেন!”

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

ISF Nawsad Siddique

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy