রজত জয়ন্তী বর্ষ পালিত হল কলকাতার নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজের। আর সেই অনুষ্ঠানকে ঘিরে দেখা গেল চাঁদের হাট। ওই অনুষ্ঠান চলেছিল ২ দিন ধরে। ২৩ জানুয়ারি সমাপ্তি ঘটে সেই অনুষ্ঠানের।
দেখতে দেখতে ২৫ বছরে পা দিল কলকাতার ওই ইঞ্জিনিয়ারিং শিক্ষা প্রতিষ্ঠানটি। এই দীর্ঘ যাত্রাপথে নানা গর্ব এবং উৎকর্ষতার ফলক স্পর্শ করে থাকার স্মৃতি জড়িয়ে রয়েছে ওই শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে। প্রতিষ্ঠানের ২৫ বছর উপলক্ষে গত ২২ জানুয়ারি থেকে ২ দিন ধরে শুরু হয় অনুষ্ঠান। তা শেষ হয় গত ২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে। আয়োজন করা হয়েছিল নানা সাংস্কৃতিক অনুষ্ঠানেরও। ছিল এনসিসি ক্যাডেটদের মার্চ পাস্টও। দীর্ঘ আড়াই দশক ধরে পথচলার নানা অভিজ্ঞতার কথা অনুষ্ঠানে স্মরণ করিয়ে দেন শিক্ষা প্রতিষ্ঠানটির অধিকর্তা এবং অন্যান্যরা।
আরও পড়ুন:
-
‘গ্যাংস অব ভাঙড়’ সামলাতে তটস্থ পুলিশ, প্রশাসনের কাছে ‘না’ শুনতে হল তৃণমূলকেও
-
জোড়া শতরানে উচ্ছ্বসিত ভারতীয় সাজঘর, নেই আদালতে ধাক্কা খাওয়া শামি! আবির্ভাব ২৪৩ বল পরে
-
বিজেপি কর্মীকে মার, স্ত্রীকে ‘ধর্ষণের চেষ্টা’, দলের নেতার বিরুদ্ধেই অভিযোগ শক্তিগড়ে
-
শীতকালে কেন বাড়ছে অ্যালার্জি রোগীর সংখ্যা? বায়ুদূষণ কি একমাত্র কারণ? কী বলছেন চিকিৎসক
নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজের রজত জয়ন্তী বর্ষের ওই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন এ রাজ্য এবং ভিন্রাজ্যের একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা। সব মিলিয়ে বহু গুণীর সমাবেশ ঘটে ওই অনুষ্ঠানকে কেন্দ্র করে।