Advertisement
০৫ মে ২০২৪

ইন্দিরা স্মরণে তৃণমূল

ইন্দিরা গাঁধীর জন্মশতবর্ষ এ বার সুপরিকল্পিত ভাবে উদযাপনের কথা ভাবছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এ জন্য একটি কমিটিও গড়া হতে পারে।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২০ নভেম্বর ২০১৬ ০৩:১৯
Share: Save:

ইন্দিরা গাঁধীর জন্মশতবর্ষ এ বার সুপরিকল্পিত ভাবে উদযাপনের কথা ভাবছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এ জন্য একটি কমিটিও গড়া হতে পারে।

কলকাতায় বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে ইন্দিরা গাঁধীর মূর্তি রয়েছে। তৃণমূলে যোগ দিলেও বরাবর ইন্দিরার জন্মদিনে ওই মূর্তিতে মালা পরিয়ে শ্রদ্ধা জানান সুব্রত মুখোপাধ্যায়। কিন্তু তাৎপর্যপূর্ণ ভাবে এ দিনের ছবিটায় ফারাক ছিল। রীতিমতো উদযাপন মঞ্চ বাঁধা হয়। সুব্রতবাবু ছাড়াও ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র শোভন চট্টোপাধ্যায়, রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র, পুরমন্ত্রী ফিরহাদ হাকিম প্রমুখ।

পরে সুব্রতবাবু বলেন, ‘‘ইন্দিরা গাঁধী কোনও একটি রাজনৈতিক দলের নয়, উনি দেশের প্রধানমন্ত্রী ছিলেন।’’ মেয়র বলেন, ‘‘ওনার আদর্শে অনুপ্রাণিত হয়েই রাজনীতিতে নেমেছিলাম।’’ তাঁর কথায়, তৃণমূল সব সময়েই ইন্দিরা গাঁধীর প্রতি শ্রদ্ধাশীল ছিল এবং থাকবেও। তিনি আরও বলেন, ভুলে গেলে চলবে না, কলকাতায় ইন্দিরা গাঁধীর মূর্তি প্রতিষ্ঠাও তৃণমূলের উদ্যোগেই হয়েছিল। বাম জমানায় মূর্তিটি তৈরি হয়ে দশ বছর পড়ে ছিল। কারণ, ময়দানে প্রতিরক্ষা মন্ত্রকের জমিতে ওই মূর্তি প্রতিষ্ঠার অনুমতি দিচ্ছিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Indira Gandhi TMC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE