পঞ্চায়েত ভোটে জঙ্গলমহলে ‘প্রত্যাশিত’ ফল হয়নি কেন, শাসক দলের তরফে তা নিয়ে ময়না-তদন্ত হয়েছে। এবং তার পর থেকে ওই অঞ্চলকে কেন্দ্র করে বিভিন্ন প্রকল্প হাতে নিচ্ছে রাজ্য সরকার। ক্ষোভ-অসন্তোষ যদি কিছু থেকে থাকে, তাতে মলম লাগানোই লক্ষ্য।
সেই জন্য বাস পরিষেবা বাড়ানোর পাশাপাশি এ বার ‘জঙ্গলমহল’ নামে আস্ত একটি ডিভিশনই খুলতে চলেছে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম বা এসবিএসটিসি। নতুন ডিভিশনের জন্য কিছু কর্মী নিয়োগও করবে পরিবহণ দফতর। তাতে স্থানীয় বাসিন্দাদেরই অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে পরিবহণ সূত্রের খবর। অর্থাৎ জঙ্গলমহলের মন পেতে জোড়া ভেট— যাতায়াতের অসুবিধা যথাসম্ভব দূর করতে পর্যাপ্ত বাস আর স্থানীয় বাসিন্দাদের কর্মসংস্থান।
দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের অধীনে এখন রয়েছে বেলঘরিয়া ও দুর্গাপুর ডিভিশন। দু’টি ডিভিশন মিলিয়ে ডিপোর সংখ্যা ১৪। সেই তালিকায় এ বার সরাসরি সংযোজিত হচ্ছে জঙ্গলমহল ডিভিশন।