Advertisement
১৯ মে ২০২৪

নয়া সরকারের প্রথম প্রশাসনিক বৈঠক আজ

ভোট পর্বে তিন মাস থমকে ছিল কাজ। এ বার ফের ঝাঁপাতে হবে— আজ, শুক্রবার নতুন সরকারের প্রথম প্রশাসনিক বৈঠকে এমন বার্তাই দিতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৩ জুন ২০১৬ ০৩:৪২
Share: Save:

ভোট পর্বে তিন মাস থমকে ছিল কাজ। এ বার ফের ঝাঁপাতে হবে— আজ, শুক্রবার নতুন সরকারের প্রথম প্রশাসনিক বৈঠকে এমন বার্তাই দিতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

টাউন হলের এই বৈঠকে আজ ৫৮টি দফতরের মন্ত্রী, সচিব, বিশেষ সচিব ও যুগ্ম সচিবরা ছাড়াও বিভিন্ন ডিরেক্টরেটের অধিকর্তাদের উপস্থিত থাকার কথা। নতুন সরকার কোন কোন বিষয়কে অগ্রাধিকার দেবে, এ দিন তা-ও স্পষ্ট করে দেবেন মুখ্যমন্ত্রী।

গত পাঁচ বছরে মমতা কলকাতা ও জেলা মিলিয়ে ১০৫টি প্রশাসনিক বৈঠক করেছেন। মমতা বলেছিলেন, ৩ জুন প্রশাসনিক বৈঠকের মধ্যে দিয়ে ফের উন্নয়নে নামবে তাঁর সরকার। ২০১৬-১৭ অর্থবর্ষের প্রথম চার মাসের জন্য অর্থ দফতর বাজেটের ৩৩% ইতিমধ্যেই বরাদ্দ করে দিয়েছে। যদিও আর্থিক টানাটানির কারণে কোষাগার থেকে জরুরি পরিষেবা ছাড়া অগ্রিম তোলার ক্ষেত্রে কিছুটা কঠোর মনোভাব নিচ্ছে অর্থ দফতর। চলতি অর্থবর্ষে রাজ্যের পরিকল্পনা বরাদ্দ প্রায় ৫৬ হাজার কোটি টাকার। প্রথম চার মাসে তার কানাকড়িও খরচ হয়নি। বাকি ন’মাসে যাতে বরাদ্দ ও কেন্দ্রীয় প্রকল্পের টাকা খরচ করা যায়, মুখ্যমন্ত্রী সেই নির্দেশ দেবেন। মুখ্যমন্ত্রী নিজেই তাঁর বিপুল জয়ে আমলাদের ভূমিকার কথা মেনে নিয়েছেন। সেই উপলক্ষে টাউন হলে প্রথমে খাওয়া, তার পরেই বৈঠক শুরু হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Administration Government
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE