Advertisement
০৫ মে ২০২৪

লগ্নি তদন্তে নতুন এসপি সিবিআইয়ে

বেআইনি অর্থলগ্নি সংস্থার তদন্তে নেমে তার বিশালতা দেখে শুধুমাত্র ওই তদন্তের জন্যই ‘ইকনমিক অফেন্সেস উইং ফোর’ নামে কলকাতায় একটি আলাদা শাখা খোলে সিবিআই।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০১৯ ০৩:০০
Share: Save:

কলকাতাকে ঘাঁটি করে সারদা ও রোজ ভ্যালি সহ অন্য অর্থলগ্নি সংস্থা নিয়ে যে তদন্ত করছে সিবিআই, তার অন্যতম প্রধান অফিসার হিসেবে যোগ দিচ্ছেন সিবিআইয়ের দুর্নীতি দমন শাখার সুপার পাকেরলা সেপহাস কল্যাণ। এত দিন ধরে কলকাতায় ১৪২টি অর্থলগ্নি সংস্থার মূল তদন্তকারী ছিলেন সুপার পদের অফিসার ফনিভূষণ কর্ণ। ৩১ জানুয়ারি তিনি অবসর নিচ্ছেন।

বেআইনি অর্থলগ্নি সংস্থার তদন্তে নেমে তার বিশালতা দেখে শুধুমাত্র ওই তদন্তের জন্যই ‘ইকনমিক অফেন্সেস উইং ফোর’ নামে কলকাতায় একটি আলাদা শাখা খোলে সিবিআই। ২০১৪ সালে সুপ্রিম কোর্ট সিবিআইকে অর্থলগ্নি সংস্থা নিয়ে তদন্ত করতে বলার পর থেকে কর্ণ অন্য অফিসারদের সঙ্গে সেই কাজ সামলাচ্ছিলেন। নতুন শাখা গঠনের পরে কর্ণকে তার মাথায় বসানো হয়। এখন সেই দায়িত্ব সামলাতে আসছেন পি এস কল্যাণ।

সিবিআই সূত্রের খবর, অরুণাচলপ্রদেশের আইপিএস ক্যাডার পি এস কল্যাণ ২০১৮-র অগস্টে ডেপুটেশনে সিবিআইয়ে যোগ দিয়েছেন। তিনি ছিলেন হায়দরাবাদে। তাঁকে হায়দরাবাদের ওই দায়িত্বের পাশাপাশি নতুন এই দায়িত্ব সামলাতে হবে বলে সিবিআই সূত্রে জানা গিয়েছে। কর্ণের সঙ্গে এত দিন এই শাখায় এসপি হিসেবে ছিলেন সুদীপ রায়ও। তাঁকেও এ দিন ওই শাখা থেকে ইকনমিক অফেন্সেস-এর অন্য শাখায় পাঠানো হয়েছে। সেই জায়গায় সিবিআইয়ের অপরাধ দমন শাখার সুপার পার্থ মুখোপাধ্যায়কে নিয়ে আসা হয়েছে। পার্থবাবু নারদ কাণ্ডের তদন্তে অন্যতম প্রধান অফিসার ছিলেন।

তদন্তকারী সংস্থার এক শীর্ষ কর্তার কথায়— শুধু সারদা ও রোজ ভ্যালি নয়, অনেক ছোট ছোট অর্থলগ্নি সংস্থার সঙ্গেও প্রভাবশালীদের যোগাযোগের প্রমাণ মিলেছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

CBI Saradha Scam Rose Valley
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE