Advertisement
২৭ এপ্রিল ২০২৪

ভাগবতের সভায় হলের অনুমতি বাতিল

সিস্টার নিবেদিতার ১৫০ বছর পূর্তি উপলক্ষে আগামী ৩ অক্টোবর মহাজাতি সদনে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল ভগিনী নিবেদিতা মিশন ট্রাস্ট নামে একটি সংগঠন। রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী, আরএসএস প্রধান ভাগবত প্রমুখের নাম বক্তা তালিকায় রেখে ওই অনুষ্ঠানের জন্য মহাজাতি সদন ভাড়া নিয়েছিল ওই সংগঠন।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০১৭ ০৩:০৭
Share: Save:

সঙ্ঘ প্রধান মোহন ভাগবতের অনুষ্ঠানের জন্য হল ভাড়া দিয়েও পরে অনুমতি বাতিল করার অভিযোগ উঠল মহাজাতি সদন কর্তৃপক্ষের বিরুদ্ধে।

সিস্টার নিবেদিতার ১৫০ বছর পূর্তি উপলক্ষে আগামী ৩ অক্টোবর মহাজাতি সদনে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল ভগিনী নিবেদিতা মিশন ট্রাস্ট নামে একটি সংগঠন। রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী, আরএসএস প্রধান ভাগবত প্রমুখের নাম বক্তা তালিকায় রেখে ওই অনুষ্ঠানের জন্য মহাজাতি সদন ভাড়া নিয়েছিল ওই সংগঠন। পুজোর ছুটিতে ওই অনুষ্ঠান হবে বলে তাদের অতিরিক্ত ভাড়াও দিতে হয়েছিল। কিন্তু গত বৃহস্পতিবার সদন কর্তৃপক্ষ বেঁকে বসেন। দু’পক্ষের মধ্যে অনেক যুক্তি-তর্কের পর শুক্রবার সদন কর্তৃপক্ষ উদ্যোক্তাদের জানিয়ে দেন, তাঁদের অনুষ্ঠানের অনুমতি বাতিল করা হয়েছে। কারণ ওই সময়ে পূর্ত দফতর হলে মেরামতির কাজ করবে।

উদ্যোক্তা সংগঠনের সম্পাদক রন্তিদেব সেনগুপ্ত বলেন, ‘‘আমাদের সংস্থা বা অনুষ্ঠান কোনওটাই রাজনৈতিক না হলেও রাজনৈতিক অসূয়া থেকেই সরকারি ওই হলে আমাদের অনুষ্ঠানের অনুমতি বাতিল করা হয়েছে।’’ সাম্প্রতিক কালে অল্প কয়েক দিনের নোটিসে মহাজাতি সদনে পর পর দু’টি অনুষ্ঠান করেছে জমিয়তে উলামায়ে হিন্দ। ফলে সঙ্ঘ পরিবারের প্রশ্ন, ওই সংগঠনের নেতা রাজ্যের মন্ত্রী বলেই কি তারা বাড়তি সুযোগ পায়, আর অন্যদের সঙ্গে বৈষম্য হয়? এ ব্যাপারে সদন কর্তৃপক্ষের বক্তব্য জানার চেষ্টা করা হলেও তাঁদের সঙ্গে যোগাযোগ করা যায়নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE