আসন্ন পুরভোটে দুর্নীতিগ্রস্ত কাউকে টিকিট দেওয়া হবে না— সোমবার বিকেলে গুসকরায় এই বার্তা দিলেন তৃণমূলের এই এলাকার পর্যবেক্ষক তথা বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। পুরসভার সংরক্ষণ তালিকা অনুযায়ী গুসকরার অধিকাংশ ওয়ার্ডই এ বার সংরক্ষিত হয়ে গিয়েছে। প্রার্থিতালিকায় অনেক নতুন মুখ থাকবে বলে জানান অনুব্রত।
এ দিন গুসকরায় তৃণমূলের শহর কার্যালয়ে বৈঠক করেন অনুব্রত। তার পরেই তিনি জানান, নির্দিষ্ট ওয়ার্ড থেকেই মনোনীত প্রার্থীদের দলের টিকিট দেওয়া হবে। ওয়ার্ডের বাইরের কাউকে টিকিট দেওয়া হবে না। দু’এক জন ছাড়া অধিকাংশ আসনেই নতুন মুখ আনা হচ্ছে। দুর্নীতিগ্রস্ত কাউকে টিকিট দেওয়া হবে না বলে জানালেও কার বা কাদের বিরুদ্ধে দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগ উঠেছে, সে প্রসঙ্গে তিনি কিছু বলেননি।
তৃণমূল সূত্রে জানা গিয়েছে, আসন্ন পুরভোটে গুসকরায় যাঁদের প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে, তাঁরা এ দিন অনুব্রতের সঙ্গে দেখা করেন। যে সব কর্মী নিষ্ক্রিয় রয়েছেন তাঁদের দলের কাজে ফেরানোর বার্তা দেন অনুব্রত। সম্প্রতি গুসকরা ৩ নম্বর ওয়ার্ডে দলের একটি কার্যালয় চালু করা হয়। সেখানে ‘গুসকরা শহর তৃণমূল কংগ্রেস কার্যালয়’ বোর্ড ঝোলানো নিয়ে বিতর্ক তৈরি হয়। তৃণমূলের একটি সূত্রের দাবি, দলে দ্বন্দ্ব বন্ধের নির্দেশও দিয়েছেন অনুব্রত।