Advertisement
২৫ এপ্রিল ২০২৪

ব্ল্যাকমানি ফেরতের কর্মসূচি নমো নমো

কলকাতায় বেলেঘাটা থানা ও পোস্ট অফিসের কাছে স্থানীয় কাউন্সিলরের নেতৃত্বে মিছিল হয়। উত্তর ২৪ পরগনায় এ দিন প্রশাসনিক বৈঠক থাকায় কালো টাকা ফেরত চাওয়ার কোনও কর্মসূচি হয়নি।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৭ জুলাই ২০১৯ ০২:৫৯
Share: Save:

বিজেপির কালোটাকা ফেরত আনার দাবিতে দলকে শুক্র ও শনিবার পথে নেমে আন্দোলন করার নির্দেশ দিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কাটমানির পাল্টা ব্ল্যাকমানি উদ্ধারে এ বার ২১ জুলাইয়ের মঞ্চ থেকে আন্দোলনের ডাক দিয়েছিলেন মমতা। কয়েকটি জেলায় বিক্ষিপ্ত কর্মসূচি ছাড়া শুক্রবার সেই আন্দোলনের প্রথম দিনে তৃণমূলকে সে ভাবে পথে দেখাই গেল না!

কলকাতায় বেলেঘাটা থানা ও পোস্ট অফিসের কাছে স্থানীয় কাউন্সিলরের নেতৃত্বে মিছিল হয়। উত্তর ২৪ পরগনায় এ দিন প্রশাসনিক বৈঠক থাকায় কালো টাকা ফেরত চাওয়ার কোনও কর্মসূচি হয়নি। হুগলি, পুরুলিয়াও এ দিন পথে নামেনি। আজ, শনিবার প্রত্যেক ব্লকে মিছিল হওয়ার কথা। দক্ষিণ ২৪ পরগনায় অবশ্য বেশ কিছু ব্লকে পথে দেখা গিয়েছে তৃণমূলকে। বীরভূমে তিনটি জায়গায় মিছিল হয়েছে। পূর্ব ও পশ্চিম বর্ধমানে মিছিল হয়েছে কালোটাকা ফেরতের দাবিতে। পূর্ব মেদিনীপুরের ময়না আর পশ্চিম মেদিনীপুরের সবংয়ে বাইক মিছিল হয়েছে। সংসদে ব্যস্ত থাকায় মিছিলে ছিলেন না মানস ভুঁইয়া। ছিলেন না বিধায়ক গীতা ভুঁইয়াও। কালোটাকার দাবিতে ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে বিডিওকে স্মারকলিপি জমা দিয়েছেন তৃণমূল কর্মীরা। উত্তরের জেলাগুলিতে এই বিক্ষোভ-কর্মসূচির কার্যত কোনও চিহ্নই দেখা যায়নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

TMC Protest Black Money
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE