Advertisement
১৮ মে ২০২৪

দীনেশের সন্ধি, তবু অনড় ঘুষ মন্তব্যে

কিঞ্চিৎ ভাঙলেও মচকালেন না দীনেশ ত্রিবেদী! ভোটে দলের বিরূপ ফল নিয়ে যে মন্তব্য করেছিলেন— তার পুনরাবৃত্তি না-করার প্রতিশ্রুতি দিয়েছেন ঠিকই, কিন্তু ঘুষকাণ্ডে অভিযুক্ত সতীর্থদের প্রচার থেকে দূরে থাকার যে পরামর্শ দিয়েছিলেন, তা থেকে তিনি নড়ছেন না।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ১২ মে ২০১৬ ০৩:৩৫
Share: Save:

কিঞ্চিৎ ভাঙলেও মচকালেন না দীনেশ ত্রিবেদী!

ভোটে দলের বিরূপ ফল নিয়ে যে মন্তব্য করেছিলেন— তার পুনরাবৃত্তি না-করার প্রতিশ্রুতি দিয়েছেন ঠিকই, কিন্তু ঘুষকাণ্ডে অভিযুক্ত সতীর্থদের প্রচার থেকে দূরে থাকার যে পরামর্শ দিয়েছিলেন, তা থেকে তিনি নড়ছেন না। ঘনিষ্ঠদের জানিয়েছেন, দল জানে তিনি অন্যায় বলেননি। আর তাই তুচ্ছ বিষয়ে কাঠগড়ায় তুলেছে। সব মিলিয়ে কাল বিকেলে সংসদে তৃণমূলের বৈঠকে যাঁকে কার্যত হাঁড়িকাঠে তোলা হয়েছিল, আজ সেই দীনেশকে সস্নেহে পাশে বসাতে দেখা গিয়েছে সংসদীয় দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে। বরফও গলেছে। আপাতত দলকে অস্বস্তিতে ফেলার মতো কথা না-বলার প্রতিশ্রুতি দিয়েছেন দীনেশ। কিন্তু নারদ প্রশ্নে নিজের অবস্থান থেকে সরবেন না, সেই বার্তাও দিয়েছেন।

এক দিকে জোটের চাপ, অন্য দিকে নারদ কাণ্ড—তার মধ্যে দীনেশের বিবৃতিতে অস্বস্তিতে পড়ে দল। সম্প্রতি অভিযোগ ওঠে— তিনি সংসদের সেন্ট্রাল হলে বলে বেড়িয়েছেন, ভোটে তৃণমূল খারাপ ভাবে হারতে চলেছে। এর পর কাল দীনেশের অনুপস্থিতিতে একটি বৈঠকে তাঁকে সতর্ক করে দেন
দলীয় সাংসদেরা।

দলের পদক্ষেপ নিয়ে আজ দুপুরে দীনেশকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘আমার বিষয়টি জানা নেই। দৃঢ় চরিত্রের জন্য আমি মা-বাবা ও শিক্ষকদের কাছে কৃতজ্ঞ। আমি কেবল আমার বিবেকের কাছে জবাবদিহি করি।’’ পরে বিকেলে দলীয় দফতরেই সুদীপ আলোচনায় ডাকেন তাঁকে। সেখানে সুদীপ দীনেশকে জানান, ভোটের ফল সংক্রান্ত তাঁর মন্তব্যে দলে বিভ্রান্তি ছড়িয়েছে। দীনেশ সুদীপকে বলেন, ভবিষ্যতে কথা বলার ক্ষেত্রে সতর্ক থাকবেন। দীনেশের কথায়, ‘‘সুদীপবাবু দল ও আমার শুভাকাঙ্ক্ষী। আমায় পরামর্শ দিয়েছেন তিনি। সমস্যা
মিটে গিয়েছে।’’

তবে ভিতরে দীনেশ যথেষ্ট ক্ষুব্ধ বলে জানাচ্ছেন তাঁর ঘনিষ্ঠরা। তাঁদের ওই সাংসদ জানিয়েছেন, ঘুষকাণ্ডে মুখ খোলাতেই দল ক্ষেপে রয়েছে। কিন্তু দলনেত্রী জনসভায় নারদ-দুষ্টদের বিরুদ্ধে বেশ কিছু মন্তব্য করায় তাঁকে ছোঁয়ার সাহস করছেন না কেউ। সেই কারণেই তুচ্ছ কারণে তাঁকে নিশানা করা হচ্ছে। ঘনিষ্ঠ মহলে তিনি বলেছেন, ‘‘যাদের ভিডিওতে দেখা গিয়েছে, তাঁরাই শাস্তি দিয়েছে আমায়! চোরের মায়ের বড় গলা।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Dinesh Trivedi TMC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE