Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Bison Attack

লোকালয়ে ঢুকল বাইসন, হামলায় কোচবিহারে জখম ১ ব্যক্তি

বাইসনের হামলায় এক ব্যক্তি ছাড়াও বাড়িতে বেঁধে রাখা বেশ কয়েকটি গবাদিপশুও আহত হয়েছে।

টিনের বেড়া ভেঙে ঘরে ঢুকে পড়ল বাইসন।

টিনের বেড়া ভেঙে ঘরে ঢুকে পড়ল বাইসন। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কোচবিহার শেষ আপডেট: ০৩ মার্চ ২০২১ ১৬:৫২
Share: Save:

বাইসনের হামলায় কোচবিহারে জখম হলেন এক ব্যক্তি। তাঁকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার রাতে কোচবিহার জেলার লোকালয়ে ঢুকে পড়ে একটি বাইসন। জেলার টাকাগাছ-বটতলা এলাকায় রাতভর দাপিয়ে বেড়ানোর পর বুধবার সকালে বাইসনটি স্থানীয় এক বাসিন্দার ঘরে হামলা করে।

আহতের পরিবার জানিয়েছে, বুধবার সকাল ৬টা নাগাদ বাড়ির টিনের বেড়া ভেঙে পড়ে ঘরে ঢুকে আসে বাইসনটি। বাইসনের হামলায় ওই পরিবারের এক সদস্যের গুরুতর আঘাত লেগেছে। তা ছাড়া, বাড়িতে বেঁধে রাখা বেশ কয়েকটি গবাদিপশুও আহত হয়েছে বলে ওই পরিবার সূত্রে খবর। আহতকে উদ্ধার করে কোচবিহার মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়েছে।

হামলার পর স্থানীয় বাসিন্দারা বন দফতরে খবর দেন। বন দফতরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ঘুমপাড়ানি ইনজেকশন দিয়ে বাইসনটিকে কাবু করেন। এর পর বাইসনটিকে উদ্ধার করে নিয়ে যায় বন দফতর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Cooch Behar Bison Attack
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE